অ্যমাজন প্রাইম-এর এই ওয়েব সিরিজ টি একদমি মিস করা যাবে না। এটি একটি ভারতীয় সাইকলজিক্যাল কমেডি ড্রামা, যার লিড রোলে রয়েছেন স্বরা ভাস্কর। সিরিজ টির তিনটে পার্ট রয়েছে। স্বরা ছাড়াও গল্পে রয়েছেন আয়ুষ্মান সাক্সেনা, নীলু কোহলি, অরুণ সোনি। ২৫ জুন, ২০২০সালে রিলিজ করে এটি।