ছবিতে নম্রতা মাল্লাকে সোনালি রঙের বিকিনিতে ভারতীয় গয়না পরে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে তাঁর হাতে চুড়ি, কানের দুল, নাকে নাকচাবি এবং মাংগ-টিক্কা পড়ে বিভিন্ন আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে।
নম্রতা মল ছবিগুলিতে নাচের পোজ-এ ক্যাপশন দিয়েছেন 'আসল অসুবিধা হল আপনি নিজের বিষয় থাকা ধারণা গুলি কে যখন অতিক্রম করে এগিয়ে যেতে পারেন,' নম্রতাকে শেষবার পর্দায় খেসারি লাল যাদবের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে। সম্প্রতি প্রকাশিত 'দো ঘুন্ট' গানে তুমুল নাচেছেন দুজনেই। এই গানে কণ্ঠ দিয়েছেন খেসারি ও শিল্পী রাজ।