বাথরুমে নয়, বরং ক্যামেরার সামনেই স্নান করলেন পুনম পান্ডে, শরীর দেখতে উপচে পড়ল ভিড়

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম পান্ডে। যত দিন যাচ্ছে ততই যেন উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে রিয়্যালিটি শো 'লক আপ'-এর। কারণ সামনেই গ্র্যান্ড ফিনালে, তার আগে শো-জিততে মরিয়া হয়ে উঠেছে প্রতিযোগিরা। পুনম পান্ডে-কে নিয়ে জোর শোরগোল নেটদুনিয়ায়। সর্বদাই নেটিজেনদের নজর কাড়তে হটকে কিছু না কিছু করেই থাকেন পুনম পান্ডে। শুরু থেকেই 'লক আপ'-এর চর্চিত প্রতিযোগী হলেন পুনম পান্ডে। কখন অন ক্যামেরা পোশাক খুল ফেলছেন, কখনও আবার শর্ত পূরণ করছেন। রিয়্যালিটি শো-তে ফের উত্তাপ বাড়ালেন পুনম পান্ডে। এবং বাথরুমে নয় বরং অন ক্যামেরাতে সকলকে সামনে স্নান করলেন পুনম পান্ডে। শরীরী নেশায় ফের শালীনতার সীমা পার করলেন পুনম পান্ডে।
 

Riya Das | Published : Apr 29, 2022 3:35 AM IST
110
বাথরুমে নয়, বরং ক্যামেরার সামনেই স্নান করলেন পুনম পান্ডে, শরীর দেখতে উপচে পড়ল ভিড়


 পুনম পান্ডে-কে নিয়ে জোর শোরগোল নেটদুনিয়ায়। সর্বদাই নেটিজেনদের নজর কাড়তে হটকে কিছু না কিছু করেই থাকেন পুনম পান্ডে। শুরু থেকেই 'লক আপ'-এর চর্চিত প্রতিযোগী হলেন পুনম পান্ডে। 

210

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম পান্ডে। যত দিন যাচ্ছে ততই যেন উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে রিয়্যালিটি শো 'লক আপ'-এর। কারণ সামনেই গ্র্যান্ড ফিনালে, তার আগে শো-জিততে মরিয়া হয়ে উঠেছে প্রতিযোগিরা।

310

কখন অন ক্যামেরা পোশাক খুল ফেলছেন, কখনও আবার শর্ত পূরণ করছেন। রিয়্যালিটি শো-তে ফের উত্তাপ বাড়ালেন পুনম পান্ডে। এবং বাথরুমে নয় বরং অন ক্যামেরাতে সকলকে সামনে স্নান করলেন পুনম পান্ডে। শরীরী নেশায় ফের শালীনতার সীমা পার করলেন পুনম পান্ডে।

410

এর আগে শিবম শর্মা ক্যামেরার সামনে স্নান করেছিলেন তা দেখে অনুপ্রাণিত হয়েই স্নান করার সিদ্ধান্ত নেন পুনম পান্ডে। পুনম বাথরুমের বাইরে স্নান করবে এই কথা জানা মাত্রই সেই খবর মুনাওয়ারকে দেন সায়েশ। যদিও মুনাওয়ার এমন দৃশ্যের সাক্ষী থাকতে রাজি হয়নি।

510


তিনি সাফ জানিয়ে দেন, দর্শক যদি এইসব দেখে পুনমকে ভোট দিতে চায়, তাহলে দিতেই পারে। কিন্তু সে এই কান্ডের অংশীদার হবে না। পুনমকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এ।

610

বিকিনি পরে সকলের সামনেই স্নান শুরু করেছেন পুনম পান্ডে। শুরুতে নিজেই মগ থেকে জল নিয়ে সারা শরীরে ঢালতে থাকে। তারপরই অনুমতি নিয়েই পুনমকে স্নান করানো শুরু করে পায়েল রোহাতগি।
 

710


এখানেই শেষ নয়, পুনমের এই স্নান দেখেই শিবম শর্মা বালতি ভর্তি জল গায়ে ছুঁড়ে দেয়। এইভাবেই সকলের সঙ্গে বাথরুমের বাইরে জল দিয়ে স্নান করতে থাকে পুনম পান্ডে। স্নান শেষে পুনম বলেন, দারুণ মজা হল। তবে কি এই চমক দেওয়ার পরই রিয়্যালিটি শো 'লক আপ'-এর জয়ী হবেন পুনম পান্ডে।
 

810


কন্ট্রোভার্সি মানেই পুনম পান্ডে। শরীর দেখিয়ে হোক কিংবা অন্তর্বাস না পরে অশ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়া পুনমকে নিয়ে চর্চা অব্যাহত। হট অ্যান্ড সেক্সি ভিডিও পোস্ট করে পুরুষদের রাতের ঘুম ওড়াতে তার জুড়ি মেলা ভার পুনমের । 

910


শারীরিক সৌন্দর্য এবং নগ্নতা যেন তার সঙ্গী। সম্প্রতি বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে একের পর এক  বোমা ফাটাচ্ছেন পুনম পান্ডে  । 
 হট পোজ দিয়ে বরাবরই শিরোনামে থাকেন পুনম পান্ডে। নামটা শুনলেই যেন বম্ব শেলের বোল্ড লুক চোখের সামনে ভেসে আসে।

1010

 নেটদুনিয়ায় হট সেনসেশনের তালিকায় সবার প্রথমেই উঠে আসে পুনমের নাম । তাকে চেনে না এমন মানুষের সংখ্যাটা নেহাতই হাতে গোনা।সোশ্যাল মিডিয়ায় একের পর এক শরীরী আবেদন পূর্ণ ছবি দিয়ে লাইমলাইটের শীর্ষে থাকেন পুনম । হট অ্যান্ড সেক্সি ভিডিও পোস্ট করে পুরুষদের রাতের ঘুম ওড়াতে তার জুড়ি মেলা ভার। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos