এখানেই শেষ নয়, পুনমের এই স্নান দেখেই শিবম শর্মা বালতি ভর্তি জল গায়ে ছুঁড়ে দেয়। এইভাবেই সকলের সঙ্গে বাথরুমের বাইরে জল দিয়ে স্নান করতে থাকে পুনম পান্ডে। স্নান শেষে পুনম বলেন, দারুণ মজা হল। তবে কি এই চমক দেওয়ার পরই রিয়্যালিটি শো 'লক আপ'-এর জয়ী হবেন পুনম পান্ডে।