বছরের শেষ লগ্নে ডুবন্ত সূর্যের কোলে অন্তরঙ্গতায় মাতলেন নিক-প্রিয়ঙ্কা, দেখুন চোখধাঁধানো ছবিগুলি

Published : Dec 31, 2019, 09:42 AM IST

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই নতুন বছর সেলিব্রেট  করার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। যদিও বড়দিনের দিন থেকেই সেই আনন্দে মেতে উঠেছে প্রত্যেকেই। গোটা একসপ্তাহ জুড়ে কাজ ভুলে প্রত্যেকেই নিজেদের আপন জনকে নিয়ে পাড়ি দিয়েছে পছন্দের ডেস্টিনেশনে। সেই  তালিকাতে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসও রয়েছেন।  বড়দিন, পরিবার, সেলিব্রেশন সব কিছু মিটিয়ে নিক-প্রিয়ঙ্কা পাড়ি জমিয়েছেন ক্যালিফোর্নিয়ার ম্যামথ মাউন্টেনস-এ। বরফে মোড়া  আমেজে একের পর এক ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।  বছরের শেষ লগ্নে ডুবন্ত সূর্যের আভায় একান্ত ঘনিষ্ঠ অবস্থায় নিজেদের মেলে ধরেছেন নিক-প্রিয়ঙ্কা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ছবিগুলি। দেখে নিন একনজরে।

PREV
16
বছরের শেষ লগ্নে ডুবন্ত সূর্যের কোলে অন্তরঙ্গতায় মাতলেন নিক-প্রিয়ঙ্কা, দেখুন চোখধাঁধানো ছবিগুলি
বরফের পর, ডুবন্ত সূর্যের আভায় একান্ত ঘনিষ্ঠ অবস্থায় নিজেদের মেলে ধরেছেন নিক-প্রিয়ঙ্কা। বিচের ধারে সঙ্গী ওয়াইন গ্লাসে নিজেদের কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এই কাপল। মুহূর্তের মধ্যে ছবিগুলি হু হু করে ছড়িয়ে পড়েছে।
26
বর্ষবরণের প্রস্তুতিতে হলিডেতে মেতেছেন নিক-প্রিয়ঙ্কা। বরফে মোড়া চাদরে নিজেদেরও মুড়ে রেখেছেন এই কাপল।
36
হাতে ওয়াইনের গ্লাস নিয়ে লাল বিকিনিতে সৈকতের ধারে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন মোহময়ী প্রিয়ঙ্কা। তার উপর সাদা নেটের শ্রার্গ যেন ছবির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সূর্যের ওম নিজের গায়ে মেখে ছুটির আমেজ পুরোপুরি উপভোগ করছেন অভিনেত্রী।
46
হাজারো ব্যস্ততার মধ্যেও নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে তারা সর্বদাই ব্যস্ত। উৎসবের মেজাজে তারা সর্বদাই নিজেদের সময় বের করে একান্ত সময় কাটান।
56
একের পর এক বরফের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন প্রিয়ঙ্কা।
66
ছবিগুলি শেয়ার করা মাত্রই লাইকের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে ১১ লক্ষ লাইক ছাড়িয়েছে ছবিগুলি।
click me!

Recommended Stories