নিক জোনাস ও প্রিয়ঙ্কার সম্পর্কের দিকে কম বেশি সকলেরই নজর। এই বিয়ে টিকবে না, এমন মন্তব্যও অনেকে করেছেন ইতিমধ্য। কিন্তু দিব্যি সংসার করে দেখিয়ে দিচ্ছেন প্রিয়ঙ্কা তিনি কতটা এই বিষয় পটু। তবে হঠাৎ এমন কী হলো...
নিক প্রিয়ঙ্কার মধ্যে থাকা সম্পর্ক ঠিক কেমন, জানতে মরিয়া মিডিয়া থেকে ভক্তকূল। এই নিয়ে একাধিক জল্পনাও দেখা দিয়েছে নেট দুনিয়ায়।
28
বিয়ের কিছু দিনের মাথায় সামনে এসেছিল নয়া খবর, শ্বশুরবাড়িতে মোটেও মানিয়ে নিতে পারছেন না প্রিয়ঙ্কা।
38
এর কিছু দিনের মাথাই মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। জানিয়েছিলেন তিনি দিব্যি আছেন। তবে আবার কি হল যে রাস্তার মাঝেই প্রিয়ঙ্কা নিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন!
48
না তেমন কিছুই নয়। আসলে একটি ছবির শ্যুটিং চলছিল। মার্কিন মুলুকে এখন ছবির শ্যুট নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা।
58
সেই ছবিতেই একটি ছোট দৃশ্যে দেখা যাবে নিক জোনাসকে। আর চিত্রনাট্য অনুযায়ী নিককে বিরক্ত হয়ে কটু কথা বলে গাড়ি থেকে নামিয়ে দেবেন প্রিয়ঙ্কা।
68
সেই দৃশ্যেরই শ্যুট হয়ে গেল সম্প্রতি। সেখানেই দেখা গেল রাস্তার মাঝে নিককে যাতা বলছেন প্রিয়ঙ্কা।
78
আর মুহূর্তে তা মুখে মুখে ছড়িয়ে পড়ল ভক্তমহলে। প্রিয়ঙ্কা ও নিকের সম্পর্কের মাঝে থাকা উষ্ণ সমীকরণে কোনও খাদ নেই।
88
তাই তাঁদের মাঝে বিবাদ নিয়ে যাঁরা নিত্য জল্পনা করে চলেছেন, তাঁদেরকে বলে বলে ছয় মেরে সংসার করে দেখিয়ে দিচ্ছেন পিগি চপস।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।