একরত্তিকে বুকের মধ্যে আগলে প্রিয়ঙ্কা, মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন নিক ঘরনি

Published : May 09, 2022, 10:19 AM IST

অপেক্ষার অবসান। এতদিন পর ফাঁস হল প্রিয়ঙ্কার মেয়ের ছবি। জন্মের পর থেকেই  প্রিয়ঙ্কার মেয়েক ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। বিশেষত, তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা । সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কী রাখলেন তাও এতদিন  জানাননি নিয়াঙ্কা জুটি। কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার মাদার্স ডে-র দিন প্রথম মেয়ের ছবি শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিতে দেখা গেল মেয়েকে বুকের মধ্যে আগলে রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এবং পাশে রয়েছেন নিক জোনাস। প্রিয়ঙ্কার মাথা হেলানো রয়েছে নিকের দিকে। তবে মেয়ের ছবি ফাঁস করলেও মুখ দেখাতে এখনই রাজি নন জোনাস দম্পতি। মেয়ের মুখে ইমোজি দিলে আড়াল করেই মালতী মেরি চোপড়া জোনাসের ছবি দিলেন প্রিয়ঙ্কা চোপড়া।  

PREV
110
একরত্তিকে বুকের মধ্যে আগলে প্রিয়ঙ্কা, মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন নিক ঘরনি

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস। 

210


চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।   মা হওয়ার পর থেকেই সর্বদাই তিনি শিরোনামে, আসলে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মনে হয় প্রিয়ঙ্কার থেকে ভাল আর কেউ জানেন না। নেটিজেনদের নজর কাড়তে কিছু না কিছু করেই চলেছেন  প্রিয়ঙ্কা চোপড়া। 

310


প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। বিশেষত, তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা । সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কী রাখলেন তাও এতদিন  জানাননি নিয়াঙ্কা জুটি।

410


এবার মাদার্স ডে-র দিন প্রথম মেয়ের ছবি শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিতে দেখা গেল মেয়েকে বুকের মধ্যে আগলে রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এবং পাশে রয়েছেন নিক জোনাস। ছবি ফাঁস হতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
 

510


ছবিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কার মাথা হেলানো রয়েছে নিকের দিকে। তবে মেয়ের ছবি ফাঁস করলেও মুখ দেখাতে এখনই রাজি নন জোনাস দম্পতি। মেয়ের মুখে ইমোজি দিলে আড়াল করেই মালতী মেরি চোপড়া জোনাসের ছবি দিলেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

610

মেয়ের ছবির সঙ্গে একটি বার্তাও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী জানিয়েছেন যেহেতু তার মেয়ে প্রিম্যাচিওর হওয়ায় ১০০ দিন হাসপাতালের এনআইসিইউ-তে রাখা হয়েছিল।  ১০০ দিন পর মেয়েকে কাছে পেয়েছি। 
 

710


প্রিয়ঙ্কা জানান, আমাদের নতুন অধ্যায় শুরু হল। শুনে রাখো এমএম মা ও বাবা তোমায় খুব ভালবাসে। আমাদের জীবনের ও আশেপাশের সমস্ত মায়েদের ও কেয়ারটেকারদের হ্যাপি মাদার্স ডে। তোমা না থাকলে এতকিছু সহজ হতো না। আর নিক তুমি না থাকলে আর কারও সঙ্গে এটা করার কথা ভাবতেও পারব না। ধন্যবাদ আমাকে মা করার জন্য।

810

মেয়ের ছবি নিকও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, তুমি প্রতিদিন আমাকে নতুন করে অনুপ্রাণিত করছ। জীবনেক এই নতুন ভূমিকাও সুন্দর করে পালন করছ, তোমার সঙ্গে এই পথ চলায় সামিল হতে পেরে আমি ধন্য। তুমি এখনই দারুণ মা হয়ে উঠেছো, তোমাকে মাদার্স ডে-র অনেক  শুভেচ্ছা। তোমাকে খুব ভালবাসি।

910

 কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছিলেন অনুরাগীর। দিনকয়েক আগেই অবশেষে  ফাঁস হয়েছে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের নাম, এমনকী একরত্তি মেয়ের নামের অর্থ কী , তা নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছিল।

1010

নিক জোনাস কিংবা প্রিয়ঙ্কা চোপড়া কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম প্রকাশ্যে আনেননি। তবে দিনকয়েক  প্রথমবার মা হওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি লিলি-সিং এর সাথে তার নতুন বই প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের কথা উল্লেখ করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে। 

click me!

Recommended Stories