Published : Nov 07, 2020, 04:18 PM ISTUpdated : Nov 07, 2020, 04:19 PM IST
প্রিয়ঙ্কার চোপড়ার মিস ওয়ার্ল্ডের নানা মুহূর্ত নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ছোট্ট শহরের প্রিয়ঙ্কা কীভাবে মিস ওয়ার্ল্ডের পৃথিবীতে ঢুকলেন তা নিয়ে আজও গর্বিত প্রিয়ঙ্কার ভক্তরা। তবে এই মিস ওয়ার্ল্ডের যাত্রাপথ মোটেই সহজ ছিল না। এ কথা সকলেই জানে। একের পর এক বাধা পেরিয়ে তাঁকে বিশ্বের দরবারে পৌঁছতে হয়। নিজের প্রতিভা সকলের সামনে রাখার সুযোগ পান পিগি চপস। সেই সময় যে সকল জিনিসগুলি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল তার মধ্যে একটি হল প্রিয়ঙ্কার গাউন।