২০০৪ সালে রণবীর পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে সহপরিচালক হিসেবে কাজ শুরু করেন। শোনা যায় সেই সময় পরিচালকের কাছ থেকে অনেক বকুনিও খান রণবীর। এরপর ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালি হাত ধরেই অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ। সিনেমার নাম ছিল সাওয়ারিয়া। সিনেমাটি বক্স-অফিসে ব্যবসা করতে না পারলেও রণবীরকে মনে ধরেছিল দর্শকদের। পরবর্তীতে রকস্টার, রাজনীতি, বরফি, ইয়ে দিল হে মুশকিল এর মতো সিনেমায় তাঁর অভিনয় চারিদিক থেকে প্রশংসা পায়।