বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে কাপুর পরিবারের সম্পর্ক, একেবারে জন্মলগ্ন থেকে। পঞ্চাশের দশক থেকে আজও দর্শকদের মনোরঞ্জন করছে এই পরিবার। পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, ঋষি কাপুর আর এখন রণবীর কাপুর। বলিউডের এই চকলেট বয়ের জীবনে বিতর্কের শেষ নেই। আর এই বিতর্কের একমাত্র কারণ হলো তাঁর একাধিক নায়িকাদের সঙ্গে সম্পর্ক। প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, সোনাম কাপুর এমনকি বাদ যাননি পাকিস্তানী নায়িকা মাহিরা খানও। বর্তমানে ১৩ বছরের ছোট আলিয়া ভাটের সঙ্গে রিলেশনে আছেন এই স্টার-কিড।
রণবীর তাঁর শারীরিক সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে আট থেকে আশি সকলের মনেই ঝড় তুলেছেন। অনেক মেয়েদের রাতের ঘুমও কেড়েছেন এই অভিনেতা।
210
কাপুর পরিবারে রণবীরই প্রথম স্নাতক। ছোটবেলা থেকেই তাঁর লেখাপড়ায় একেবারে মন ছিল না। তবে ফুটবল খেলতে খুব ভালোবাসতেন।
310
কোনও রকমে স্কুলের গণ্ডি পার করে, অভিনয় শিক্ষার জন্য নিউ ইয়র্কে পারি দেন রণবীর। এই সময় তিনি ড্রাগের নেশায় আসক্ত হয়ে পরেন। তবে পরবর্তীতে অনেক চেষ্টা করে ওই কালো জগত থেকে বেড়িয়ে আসে রণবীর।
410
ক্লাস সেভেনে রাণবীর প্রথম প্রেমে পরে। শোনা যায় সেই সময় রণবীর তাঁর মায়ের সোয়েটার চুরি করে প্রেমিকাকে উপহার দিয়েছিলো। কিন্তু পড়ে ধরা পড়ে গেলে নীতু সিং তাঁকে ক্ষমা করে দেন।
510
‘আ এব লট চেলে’ সিনেমার সেটে রণবীর তাঁর বাবাকে সাহায্য করতে যেত। ওই সময় রণবীর তাঁর থেকে ৯ বছরের বড় ঐশ্বর্য্য রাইকে প্রপোজ করে। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর।
610
When he was asked what's in there as hampers that the celebs win, he further stated, "Nothing, ghanta (absolutely nothing) you get. Same iPhone you're getting".
710
রণবীর প্রথমের দিকে খুবই রোগা ছিলেন। তাই যাতে খুব বেশি রোগা না দেখায় তাঁর জন্য রণবীর সব সময় দুটো জিন্সের প্যান্ট পরতেন।
810
রণবীরের সঙ্গে তাঁর বাবা ঋষি কাপুরের সম্পর্ক কখনওই সুখকর ছিল না। রণবীর তাঁর বাবাকে খুবই ভয় পেতেন এবং যতটা সম্ভব বাবাকে এড়িয়ে চলতেন। তবে তাঁর মা ছিল রণবীরের ভালো বন্ধু।
910
রণবীরের সঙ্গে তাঁর বাবা ঋষি কাপুরের সম্পর্ক কখনোই সুখকর ছিল না। রণবীর তাঁর বাবাকে খুবই ভয় পেতেন এবং যতটা সম্ভব বাবাকে এড়িয়ে চলতেন। তবে তাঁর মা ছিল রণবীরের ভালো বন্ধু।
1010
২০০৪ সালে রণবীর পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে সহপরিচালক হিসেবে কাজ শুরু করেন। শোনা যায় সেই সময় পরিচালকের কাছ থেকে অনেক বকুনিও খান রণবীর। এরপর ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালি হাত ধরেই অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ। সিনেমার নাম ছিল সাওয়ারিয়া। সিনেমাটি বক্স-অফিসে ব্যবসা করতে না পারলেও রণবীরকে মনে ধরেছিল দর্শকদের। পরবর্তীতে রকস্টার, রাজনীতি, বরফি, ইয়ে দিল হে মুশকিল এর মতো সিনেমায় তাঁর অভিনয় চারিদিক থেকে প্রশংসা পায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।