বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে, যা নিয়ে সরগরম হয়েছে পেজ থ্রির পাতা। সূত্রে থেকে জানা গেছে, মধুচক্র থেকে যৌন নির্যাতনে অভিযুক্ত রাধে মা নাকি এবছর থাকতে চলেছেন বিগ বস ১৪-তে। বহুদিন ধরে সলমন খান সহ বাকি টিম মেম্বাররা তাকে আনার চেষ্টা করেছেন। তবে এখনও কোনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। রাধে মা আসলে যেমন বিগ বসের টিআরপি একধাক্কায় বেড়ে যাবে তেমনই বিতর্কও ক্রমশ জোড়ালো হচ্ছে।