রাহুল জানিয়েছেন, পন্ডিতজি প্রত্যেকটা পাকের গুরুত্ব বুঝিয়েছেন দুজনকে। একটা হয় ধর্মের জন্য, অন্যটা সন্তানের জন্য। এটা একদম অন্যরকম একটা ব্য়াপার। আমরা আগে কখনও এমনটা দেখিনি। আমি এমন একটা পরিবারের সন্তান, যেখানে সব ধর্মের মানুষজন রয়েছে, এটা একদম অন্যরকম । সাতটা নয়, চার পাক ঘুরেই বিয়ে করেছেন রণবীর আলিয়া