সাত পাকে ঘুরে নয়, চার পাক ঘুরেই রণবীরের গলায় মালা দিলেন আলিয়া, কারণ জানলে অবাক হবেন

বৈশাখের শুরু ও চৈত্রের শেষ বিকালেই গাটছড়া বাঁধলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। দীর্ঘ ৫ বছরের ভালবাসার পরিণতি পেল।  রণবীরের বাস্তুর অ্যাপ্যার্টমেন্টেই দুই পরিবারের উপস্থিতিতে  বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। গায়ত্রী মন্ত্র উচ্চারণ, মঙ্গল শঙ্খের ধ্বনি এবং  প্রিয়জনের আশীর্বাদ নিয়ে  সাতপাকে বাঁধা পড়লেন দুজনে।  বিয়ের মন্ডপে সাজানো রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবি। বাবার আশীর্বাদ নিয়েই সারাজীবনের মতো একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিলেন রালিয়া জুটি। তবে সাতপাকে বাঁধা তো পড়লেন ঠিকই কিন্ত সাত পাকে ঘুরে নয় বরং চার পাক ঘুরে স্বামী রণবীরের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন আলিয়া ভাট। কারণ জানলে অবাক হবেন।

Riya Das | Published : Apr 15, 2022 2:56 PM
19
সাত পাকে ঘুরে নয়,  চার পাক ঘুরেই রণবীরের গলায় মালা দিলেন আলিয়া, কারণ জানলে অবাক হবেন

প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। 

29


দুইপরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর ও আলিয়া ভাট। 

39

গায়ত্রী মন্ত্র উচ্চারণ, মঙ্গল শঙ্খের ধ্বনি এবং  প্রিয়জনের আশীর্বাদ নিয়ে  সাতপাকে বাঁধা পড়লেন দুজনে।  বিয়ের মন্ডপে সাজানো রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবি। বাবার আশীর্বাদ নিয়েই সারাজীবনের মতো একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিলেন রালিয়া জুটি। 

49

তবে সাতপাকে বাঁধা তো পড়লেন ঠিকই কিন্ত সাত পাকে ঘুরে নয় বরং চার পাক ঘুরে স্বামী রণবীরের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন আলিয়া ভাট। এমনটা আবার হয় নাকি।  রণবীর-আলিয়ার বিয়েতে তেমনটাই ঘটেছে। চার পাক ঘুরেই একসঙ্গে থাকার অঙ্গীকার নিলেন রণবীর ও আলিয়া।

59


বিয়ের অনুষ্ঠানে সাত পাক ঘোরেননি আলিয়া এমনটা স্বয়ং জানিয়েছেন কনের দাদা রাহুল ভাট। চারজন পন্ডিতের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ে।  তবে কী কারণে সাত পাকের বদলে চারপাক ঘুরে বিয়ে করলেন রণবীর আলিয়া, তা জানা যায়নি।
 

69

রাহুল জানিয়েছেন,  পন্ডিতজি প্রত্যেকটা পাকের গুরুত্ব বুঝিয়েছেন দুজনকে। একটা হয় ধর্মের জন্য, অন্যটা সন্তানের জন্য।  এটা একদম অন্যরকম একটা ব্য়াপার। আমরা আগে কখনও এমনটা দেখিনি। আমি এমন একটা পরিবারের সন্তান, যেখানে সব ধর্মের মানুষজন রয়েছে, এটা একদম অন্যরকম । সাতটা নয়, চার পাক ঘুরেই বিয়ে করেছেন রণবীর আলিয়া

79

বিয়ে সম্পন্ন হতেই বাইরে থাকা সাংবাদিকদের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবার। বিয়ের পর নববধূকে একঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।  জানা গিয়েছিল, সন্ধ্যা ৭ টায় সংবাদমাধ্যমের সামনে আসবেন বলিউডের নবদম্পতি। সেইমতো কথাও রাখলেন  আলিয়া ভাট ও রণবীর কাপুর।

89

বিয়ের পর প্রথমবার সামনে এসে সকলকে যেন চমকে দিয়েছেন। সাদা ও সোনালি কাজ করা শাড়িতে নববধূ আলিয়াকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।  রণবীরের পরণে সাদা শেরওয়ানি-সাদা পাগড়ি। সদ্য বিয়ে করা স্ত্রীর কাঁধে হাত রেখে বাড়ির ছাদে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন রণবীর। 

99


ফ্ল্যাশের ঝলকানিতে গ্ল্যামার যেন ফেটে বেরোচ্ছে, হাত জোড় করে সকলের উদ্দেশ্য প্রণামও জানিয়েছেন নববধূ আলিয়া ভাট, অন্যদিকে ভক্তদের উদ্দেশ্যে ভালবাসার চুম্বন ছুড়ে দিয়েছেন রণবীর কাপুর। শেষে দিয়েছেন আরও বড় চমক। বউকে কোলে তুলে নিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কাপুর পরিবারের চকোলেট বয়।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos