খুব শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া ভাট। বিয়ের কয়েকমাসের মধ্যেই মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। তবে সন্তানের জন্য বলি কেরিয়ার থেকে বিরতি নিচ্ছেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুর। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নতুন করে কোনও ছবিতে সই করছেন না আলিয়া ভাট। স্বামী রণবীরও জানিয়েছেন, সন্তানের মা হবেন বলে আলিয়ার স্বপ্নগুলো ভেঙে যাক, তেমনটা মোটেই চান না । বরং ব্যালেন্স করে সব কিছু করবেন বলেই দৃঢ় বিশ্বাস রণবীরের।