সত্যিই কি যমজ সন্তানের মা হচ্ছেন আলিয়া, জল্পনা উস্কে অবশেষে মুখ খুললেন রণবীর কাপুর

 হবু মা আলিয়া ভাটকে নিয়ে কৌতুহলের শেষ নেই। পাশাপাশি হবু বাবা রণবীর কাপুরকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিয়ের কয়েকমাসের মধ্যে সন্তান আসার সুখবর  শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। যেদিন থেকে সুখবর দিয়েছেন সেদিন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। বিয়ের কয়েকমাসের মধ্যেই মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। অভিনেত্রীকে নিয়ে নানা জল্পনার মধ্যে এবার শোনা যাচ্ছে আলিয়া নাকি যমজ সন্তানের মা হতে চলেছেন। আর এই কথা খোদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন আলিয়ার স্বামী রণবীর কাপুর।

Riya Das | Published : Jul 19, 2022 1:54 PM
19
 সত্যিই কি যমজ সন্তানের মা হচ্ছেন আলিয়া, জল্পনা উস্কে অবশেষে মুখ খুললেন রণবীর কাপুর

বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই মা হতে চলেছেন আলিয়া ভাট। বলিউডের অন্দরে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে। হবু মা আলিয়া ভাটকে নিয়ে কৌতুহলের শেষ নেই। যত দিন এগোচ্ছে ততই যেন জল্পনা বাড়ছে।

29

বিয়ের কয়েকমাসের মধ্যে সন্তান আসার সুখবর  শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। যেদিন থেকে সুখবর দিয়েছেন সেদিন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। বিয়ের কয়েকমাসের মধ্যেই মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। 

39


সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। অভিনেত্রীকে নিয়ে নানা জল্পনার মধ্যে এবার শোনা যাচ্ছে আলিয়া নাকি যমজ সন্তানের মা হতে চলেছেন। আর এই কথা খোদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন আলিয়ার স্বামী রণবীর কাপুর।
 

49


এই মুহূর্তে 'সামশেরা'-র প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। একের পর এক সাক্ষাৎকারে ব্যস্ত রয়েছেন  এরণবীর কাপুর। সেখানেই মজার ছলে নানা উত্তর দিয়ে ফেলেছেন রণবীর কাপুর। সেখানেই রণবীর কাপুর জানিয়েছেন তার যমজ সন্তানের কথা।

59


রণবীরকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে এমন কিছু বলতে, যার মধ্যে দুটি সত্য এবং একটি অসত্য।  এর উত্তরেই অভিনেতা জানান, আমার যমজ সন্তান আসতে চলেছে। খুব তাড়াতাড়ি জীবনের সবথেকে বড় ছবি মুক্তি পাবে। এবং কাজের থেকে লম্বা বিরতি নিতে চলেছি।

69


রণবীরের এই উত্তর শোনার পর থেকেই উঠছে একের পর এক প্রশ্ন। তবে কি সত্যিই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া ভাট। যদিও আলিয়ার তরফ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।

79

আলিয়ার যমজ সন্তানকে নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে এবার মুখ খুললেন হবু বাবা রণবীর কাপুর। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে রণবীর কাপুর  জানিয়েছেন বিনা কারণে বিতর্ক তৈরি না করাই ভাল। ওরা আমাকে নিজের সম্পর্কে দুটি সত্যি এবং একটি অসত্য কথা  বলতে বলা হয়েছিল এবং আমি তা বলেছি। এবার কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা, তা তো আমি নিজে ফাঁস করতে চাই না।

89

খুব শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া ভাট। বিয়ের কয়েকমাসের মধ্যেই মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। তবে সন্তানের জন্য বলি কেরিয়ার থেকে বিরতি নিচ্ছেন আলিয়া ভাট।  স্বামী রণবীর কাপুর। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নতুন করে কোনও ছবিতে সই করছেন না আলিয়া ভাট। স্বামী রণবীরও জানিয়েছেন, সন্তানের মা হবেন বলে আলিয়ার স্বপ্নগুলো ভেঙে যাক, তেমনটা মোটেই চান না । বরং ব্যালেন্স করে সব কিছু করবেন বলেই দৃঢ় বিশ্বাস রণবীরের।

99

চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একাধিক নিয়মবিধি মেনেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। বিয়ের পর মুহূর্তের মধ্যে জীবন বদলে যাচ্ছে রালিয়া জুটির। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, মা হওয়ার পরেও নিজের  কেরিয়ারে মন দিতে হবে আলিয়া ভাটকে। ও খুবই একজন বড় মাপের তারকা। আমি চাই না সন্তান মানুষ করতে গিয়ে ও নিজের স্বপ্নকে বিসর্জন দিক। এক একটা দিন এক একটা ধাপ। এবং সেগুলো একসঙ্গে উতরে যাব বলেই বিশ্বাস করি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos