রণবীর থেকে করিনা, বলিউডের এই তারকারা হোলির রং থেকে দূরে থাকেন, কেন জানেন

সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। আকাশে-বাতাসে যেন রঙের মেলা বসেছে। বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন।  বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব (Holi 2022) । দোলের এই রঙে মানুষ এতটাই রঙিন হয়ে ওঠে, যে চেনা মানুষকেও চিনতে কষ্ট হয়ে যায়। বলিউডের হোলির উৎসবে মাতেন একাধিক তারকারা। তবে বি-টাউনে এমন কিছু তারকারা আছেন, যারা রং এড়িয়ে চলেন, হোলিং রং মোটেই গায়ে লাগাতে পছন্দ করেন না, কিছু ব্যক্তিগত কারণ হোক বা অন্য কোনও কারণে হোলির রং খেলা থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন তারা। কোন কোন সেলেবরা রয়েছেন সেই তালিকায়, দেখে নিন তালিকাটি।

Riya Das | Published : Mar 18, 2022 9:01 AM
17
রণবীর থেকে করিনা, বলিউডের এই তারকারা হোলির রং থেকে দূরে থাকেন, কেন জানেন


দোল উৎসব মানেই রঙের খেলা। তবে বলিউডে এ ছবিটা যেন অন্যরকম। একদল আছে যারা কিনা রঙের মধ্যে ডুবে থাকেন আর অন্য আর একদল রয়েছেন যারা কিনা রং লাগাতেই পছন্দ করেন না (Holi 2022) । সেই তালিকায় রয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor)। ছোটবেলায় হোলি উৎসবেই প্রেমে পড়েছিলেন করিনা কাপুর। কিন্তু রাজ কাপুরের মৃত্যুর পর সেই হোলি খেলা বন্ধ করে দেন। এক সাক্ষাৎকারেও করিনা জানিয়েছিলেন, রাজ কাপুর চলে যাওয়ার পর থেকেই তিনি হোলি খেলা বন্ধ করে দিয়েছেন। একটা সময়ে আর কে স্টুডিওতে হোলি সেলিব্রেশন সকলেরই মুখে মুখে ছিল।

27

বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরও (Rabir Kapoor)হোলি খেলতে একদম পছন্দ করেন না। তবে এবছর তিনি দোল (Holi 2022) খেলবেন কিনা, সেটাই দেখার। উল্লেখ্য, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে বালাম পিচকারি গানের শুটিংয়ে তাকে যখন রং নিয়ে খেলতে বলা হয়েছিল তা অভিনেতার কাছে খুবই অস্বস্তিকর বিষয় ছিল।

37


বলি অভিনেত্রী পূজা হেগড়েও (Pooja Hegde) হোলির রং (Holi 2022) থেকে দূরে থাকেন। এর পেছনের কারণও খোলসা করে বলেছেন অভিনেত্রী। পূজা জানিয়েছেন একবার গায়ে রং লাগলে তা অনেকক্ষণ থাকে। তাই আমি হোলি খেলতে পছন্দ করি না।

47

বলিউডের খিলজি রণবীর সিং (Ranveer Singh) ও হোলি উৎসব মোটেই পছন্দ করেন না। হোলির দিনে রং থেকে (Holi 2022)  দূরে থাকতেই পছন্দ করেন। তবে বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)হোলির রঙে নিজেকে রাঙাতে ভীষণ পছন্দ করেন।

57

হোলির দিনে সিনেমা হলে মুক্তি পাচ্ছে কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত ছবি বচ্চন পান্ডে। তবে হোলির রং লাগাতে মোটেই পছন্দ করেন না কৃতি বরং হোলি থেকে দূরে থাকতেই বেশি পছন্দ অভিনেত্রীর (Holi 2022) । তবে হোলি উৎসব যে খুব খারাপ লাগে কৃতির তেমনটাও নয়। অভিনেত্রীর মতে, শুটিংয়ের কারণেই রং থেকে দূরে থাকেন তিনি।

67

হোলি উৎসব (Holi 2022) সেলিব্রেশন করতে মোটেই পছন্দ করেন না  জন আব্রাহাম (John Abraham)। তাই এই বিশেষ দিনে রং থেকে নিজেকে দূরে রাখেন অভিনেতা। তার মতে, হোলিং রঙে যে রাসায়নিক ব্যবহার করা হয় তা শরীরের জন্য মোটেই ভাল নয়। এই বিশেষ কারণেই রং থেকে দূরে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেতা। চলতি বছরে ১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার ছবি অ্যাটাক।

77

বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফও (Tiger Shroff)  হোলি উৎসব (Holi 2022)  থেকে দূরে থাকেন। কারণ রংকে তিনি ভয় পান। অভিনেতার মনে হয়, হোলির কারণে জলের অপচয় হচ্ছে এবং সেই কারণেই হোলির দিনটিতে নিজেকে শুটিংয়ে ব্যস্ত রাখেন যাতে হোলি খেলা এড়িয়ে যেতে পারেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos