বিভিন্ন তারকাদের নিয়ে লাইভ সেশনে নানা কথা বলা এখন লকডাউনের নয়া টাইমপাস। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, ফুটবল টিমের স্কিপার সুনীল ছেত্রী সকলেই একের পর এক লাইভ সেশন করে চলেছেন। সপ্তাহ খানেক আগে সুনীলের সঙ্গে লাইভ সেশনে মেতে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘন্টাখানেক লাইভ সেশনে নানা অজানা কথাই এসেছে প্রকাশ্যে। সেখানে একাধিকবার অনুষ্কার বিষয় উঠে আসে নানা প্রশ্ন। একে একে সবেরেই উত্তর দিচ্ছেন বিরাট। তারই মাঝে অনুষ্কার প্রাক্তন রণবীর সিং সেখানে কমেন্ট করে বসেন। বিরাট অন্যান্য তারকাদের জবাব দিলেও রণবীরের প্রশ্নের কোনও জবাব দেননি।
রণবীর সিং অনুষ্কার প্রাক্তন প্রেমিক বলেই কি বিরাট তাঁর সঙ্গে কোনও কথোপকথনে যেতে চান না। এমনকি অনুষ্কাও রণবীরকে তেমন পাত্তা দেন না।
210
লাইভ সেশনে বিরাট জানান, তিনি অল্প বয়সে ডিটিসি বাসে বিনা টিকিটে যাতায়াত করতেন। সেই প্রসঙ্গ তুলে রণবীর ঠাট্টা করে বলেন, "ক্যাপ্টেন বিনা টিকিটে ঘুরে বেড়াচ্ছে।"
310
এই প্রশ্নের জবাবে অনুষ্কা এবং বিরাট কেউ কোনও নজর দেননি। কেবল এই লাইভ সেশনেই নয়, রণবীর বিরাট-অনুষ্কা দু'জনের সোশ্যাল মিডিয়া পোস্টেই কমেন্ট করেন।
410
সেখানেও তাঁর কমেন্টে লাইক পর্যন্ত করেন না তাঁরা। দীর্ঘদিন ধরে বিষয়টি হয়ে আসছে বলেই নেটিজেনদেরও নজরে পড়ছে ধীরে ধীরে।
510
রণবীরকে তাঁর ভক্তরা বারে বারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানিয়েছে, বিরাট এবং অনুষ্কা যখন তাঁকে পাত্তাই দেয় না, তাঁরও বিরাট কিংবা অনুষ্কার পোস্টে কমেন্ট করা উচিত না।
610
ট্রোলাররাও ইতিমধ্যেই রণবীরকে বিষয়টি নিয়ে ট্রোল করা শুরু করেছেন। তাদের কথায়, যতই অপমান করো, রণবীর কোনওদিন সুধরোবে না।
710
এই নিয়ে নেটদুনিয়ায় রণবীর এবং বিরুষ্কা ভক্তদের মধ্যে জোর মতবিরোধ শুরু হয়েছে। অনুষ্কার নিন্দুকরাও নিন্দা করেছেন তাঁর।
810
নিন্দুকদের মতে, অনুষ্কা যখন বিরাটকে ডেট করতেন না, তখন তাঁর ব্যক্তিত্ব ভিন্ন ধরণের ছিল। তিনি সকলের সঙ্গেই কথা বলতেন।
910
রণবীর তাঁর প্রাক্তন প্রেমিক হওয়ার সত্ত্বেও তাঁর সঙ্গে সাক্ষাৎকারে ঠাট্টা করেছেন। আনন্দও করেছেন।
1010
অথচ বিরাটকে ডেট করার পর থেকেই তিনি রণবীরের সঙ্গে কিংবা তাঁর সম্বন্ধে কোনও সাক্ষাৎকারেই তেমন কিছুই বলতে চান না। অনেকের মতে, বিরাট হয়তো অনুষ্কা এবং রণবীরের বন্ধুত্ব পছন্দ করেন না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।