বিভিন্ন তারকাদের নিয়ে লাইভ সেশনে নানা কথা বলা এখন লকডাউনের নয়া টাইমপাস। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, ফুটবল টিমের স্কিপার সুনীল ছেত্রী সকলেই একের পর এক লাইভ সেশন করে চলেছেন। সপ্তাহ খানেক আগে সুনীলের সঙ্গে লাইভ সেশনে মেতে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘন্টাখানেক লাইভ সেশনে নানা অজানা কথাই এসেছে প্রকাশ্যে। সেখানে একাধিকবার অনুষ্কার বিষয় উঠে আসে নানা প্রশ্ন। একে একে সবেরেই উত্তর দিচ্ছেন বিরাট। তারই মাঝে অনুষ্কার প্রাক্তন রণবীর সিং সেখানে কমেন্ট করে বসেন। বিরাট অন্যান্য তারকাদের জবাব দিলেও রণবীরের প্রশ্নের কোনও জবাব দেননি।