বাবাকে হারিয়ে শোকে কাতর রবিনা, আবেগঘন পোস্টে চোখে জল আনা বার্তা দিলেন নায়িকা

বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। একের পর এক মৃত্যুশোকে স্তব্ধ বি-টাউন। ২০২২ সালের শুরু থেকেই শোকে কাতর বিনোদন জগত। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে শোকের ছায়া। লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা এখনও সামলাতে  পারেনি গোটা দেশ। এর মধ্যেই প্রয়াত হলেন বলি অভিনেত্রী  রবিনা টন্ডনের বাবা রবি টন্ডন। বাবাকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী রবিনা। বাবার মৃত্যুর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলি নায়িকা। বাবার কিছু পুরোনো ছবি পোস্ট করেছেন রবিনা, আবেগঘন পোস্টের পাশাপাশি চোখে জল আনা বার্তাও দিলেন প্রয়াত বাবার উদ্দেশে।
 

Riya Das | Published : Feb 12, 2022 3:35 AM IST
18
বাবাকে হারিয়ে শোকে কাতর রবিনা, আবেগঘন পোস্টে চোখে জল আনা বার্তা দিলেন নায়িকা

২০২২ সালের শুরু থেকেই শোকে কাতর বিনোদন জগত। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। একের পর এক মৃত্যুশোকে স্তব্ধ বি-টাউন। ফের শোক সংবাদ টিনসেল টাউনে। বাবাকে হারালেন বলি অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon father Ravi tandon passed away)।

28

চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে শোকের ছায়া। লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা এখনও সামলাতে  পারেনি গোটা দেশ। এর মধ্যেই প্রয়াত হলেন বলি অভিনেত্রী  রবিনা টন্ডনের বাবা তথা চলচ্চিত্র পরিচালক রবি টন্ডন (Raveena Tandon father Ravi tandon passed away) ।

38

 বাবাকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী রবিনা (Raveena Tandon father Ravi tandon passed away)। বাবার মৃত্যুর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলি নায়িকা। বাবার কিছু পুরোনো ছবি পোস্ট করেছেন রবিনা, আবেগঘন পোস্টের পাশাপাশি চোখে জল আনা বার্তাও দিলেন প্রয়াত বাবার উদ্দেশে।

48

বাবার পুরোনো ছবি পোস্ট করে রবিনা (Raveena Tandon father Ravi tandon passed away) লিখেছেন, তুমি সবসময় আমার সাথে হাঁটবে। আমি সবসময় তোমার থাকব। তোমাকে আমি কখনওই যেতে দেব না। বাবা তোমায় খুব ভালবাসি। ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

58

রবিনার (Raveena Tandon father Ravi tandon passed away) এই পোস্টে একাধিক তারকারাও মন্তব্য করেছেন। সকলেই বলি নায়িকা সান্ত্বনা দিয়েছেন। বলি অভিনেত্রী জুহি চাওলা লিখেছেন, তোমার ও পুরো পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি। এছাড়াও বলিপাড়ার একাধিক তারকারা শোকপ্রকাশ করেছেন।

68

ভোররাতেই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিনার বাবা রবি টন্ডন। শ্বাসজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে তার। বলিউডের খ্য়াতনামা পরিচালকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। একাধিক জনপ্রিয় সিনেমা  খেল খেল মে, খুদ-দার, জিন্দেগি, অনোখি-র মতো সিনেমা পরিচালনা করেছেন রবি টন্ডন (Raveena Tandon father Ravi tandon passed away)।
 

78


মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ১৯৯১ সালে 'পাত্থর কে ফুল' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর প্রথম ছবিতেই তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান  (Raveena Tandon father Ravi tandon passed away)। টিপ টিপ বর্ষা পানির নায়িকা যে বরাবরই সোজা সাপটা কথা বলতে ভালবাসেন তা সকলেরই জানা। আর সেই কারণেই তাকে অনেকে নাকউঁচুও মনে করেন। যদিও সেসব কোনও কিছুকেই পাত্তা দিতে নারাজ ৪৭ -এর অভিনেত্রী। তিনি তার মতোন চলতেই পছন্দ করেন।

88


বলি অভিনেত্রী রবিনা টন্ডনকে নিয়ে আজও সরগরম পেজ থ্রি-র পাতা। বলি কেরিয়ারের সাফল্যের পাশাপাশি জীবনে এসেছে একাধিক প্রেম। কদিকে একের পর এক হিট সিনেমা অন্যদিকে চুটিয়ে প্রেম সব মিলিয়ে সর্বদাই শিরোনামে থাকতেন রবিনা ট্যান্ডন। ফের শিরোনামে উঠে এসেছেন নব্বইয়ের জনপ্রিয় নায়িকা। বলিউডের প্রথমসারির হিরোদের সঙ্গে নাম জড়ালেও প্রেমে তিনি ব্যর্থ হয়েছেন বারেবারে। বাবার মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন রবিনা টন্ডন। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos