ভোররাতেই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিনার বাবা রবি টন্ডন। শ্বাসজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে তার। বলিউডের খ্য়াতনামা পরিচালকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। একাধিক জনপ্রিয় সিনেমা খেল খেল মে, খুদ-দার, জিন্দেগি, অনোখি-র মতো সিনেমা পরিচালনা করেছেন রবি টন্ডন (Raveena Tandon father Ravi tandon passed away)।