মুম্বইয়ের পাঁচতারা হোটেলে হতে চলেছে বিবাহের আচার-অনুষ্ঠান। ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিচা ও আলি। এবং ৭ অক্টোবর হতে চলেছে রিসেপশন। বলিউডের নামী ফ্যাশন ডিজাইনাদের পোশাকে সাজবেন রিচা ও আলি। যদিও নিজেদের ওয়েডিং ডেস্টিনেশন নিয়ে মুখ খোলেননি রিচা বা আলি কেউই। সূত্রের খবর, দুইভাগে হতে চলেছে বিয়ের অনুষ্ঠান। একটি অনুষ্ঠান হতে চলেছে মুম্বইতে। তবে এখনও পর্যন্ত নিজেদের বিয়ে নিয়ে স্পিকটি নট আলি ফজল ও রিচা চাড্ডা।