মহাদেবকে অপমানও করা হয়েছে কিছু দৃশ্যে, এমনই অভিযোগ এনেছে বিজেপি নেতা রাম কদম।
210
নেটিজেনরাও ইতিমধ্যে 'তাণ্ডব' নিয়ে সোশ্যাল মিডিয়ায় #BoycottTandav #BoycottBollywood ট্রেন্ড করানো শুরু করেছে টুইটারে।
310
অ্যামাজন প্রাইম ভিডিওর এই ওয়েব সিরিজের জেরে সইফ আলি খান খুনের হুমকিও পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
410
বর্তমানে মুম্বইতে নেই সইফ। তবে নিজের থেকেও তাঁর বেশি চিন্তা নিজের গর্ভবতী স্ত্রী করিনা কাপুর এবং ছেলে তৈমুর আলি খানকে নিয়ে।
510
সদ্য শিফ্ট হওয়া নতুন বাড়ি ফরচ্যুইন হাইটসের সামনে পুলিশের গাড়ি মোতায়ন করতে হল সইফকে।
610
তাঁর বাড়ির সামনে ইতিমধ্যেই একটি মাঝারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সকলের অনুমান করিনা, তৈমুরের সুরক্ষার জন্যই পুলিশের সুরক্ষা প্রয়োজন হয়েছে তাঁদের।
710
রাম কদম সম্প্রতি একটি ভিডিওতে জানিয়েছেন, "কেন ক্রমাগত হিন্দু দেব দেবীদের অপমান করা হয় বিভিন্ন কনটেন্টে।"
810
"পরিচালক আলি আব্বাস জফরের তাণ্ডব ওয়েব সিরিজে একজন অভিনেতা হাতে ত্রিশূল ও ডামরু নিয়ে মহাদেবের অবমাননা করেছেন।"
910
"অভিনেতা, পরিচালক, প্রযোজক, তাণ্ডবের টিমকে মাথা নত করে, হাত জোর করে ক্ষমা চাইতেই হবে। ফের যদি এই অবমাননা হয় তাহলে রাস্তায় জুতো মারা হবে এদের।"
1010
জানা যাচ্ছে রাম কদম মুম্বই পুলিশের কাছে তাণ্ডবের বিরুদ্ধে অভিযগ দায়ের করেছেন। সিরিজটি থেকে সেই অংশ না সরিয়ে নিলে বিজেপি এর বিরোধীতা করেই যাবে, জানিয়েছেন রাম কদম।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।