'ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেই জুতো মারা হবে', 'তাণ্ডব'র জেরে BJP থেকে বাঁচতেই কি পুলিশের সুরক্ষা নিলেন সইফ

একের পর এক ওয়েব কনটেন্টে আপত্তি ভারতীয় জনতা পার্টির। পাতাল লোক নিয়ে গত বছর যে বিতর্ক তুঙ্গে উঠেছিল এবার সেই তালিকায় জুড়ল সইফ আলি খান অভিনীত তাণ্ডব ওয়েব সিরিজ। সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুব, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র সহ অনেকেই রয়েছেন এই ওয়েব সিরিজে। ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে এই ওয়েব সিরিজ। 

Adrika Das | Published : Jan 17, 2021 4:29 PM
110
'ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেই জুতো মারা হবে', 'তাণ্ডব'র জেরে BJP থেকে বাঁচতেই কি পুলিশের সুরক্ষা নিলেন সইফ

মহাদেবকে অপমানও করা হয়েছে কিছু দৃশ্যে, এমনই অভিযোগ এনেছে বিজেপি নেতা রাম কদম। 
 

210

নেটিজেনরাও ইতিমধ্যে 'তাণ্ডব' নিয়ে সোশ্যাল মিডিয়ায় #BoycottTandav #BoycottBollywood ট্রেন্ড করানো শুরু করেছে টুইটারে। 

310

অ্যামাজন প্রাইম ভিডিওর এই ওয়েব সিরিজের জেরে সইফ আলি খান খুনের হুমকিও পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। 

410

বর্তমানে মুম্বইতে নেই সইফ। তবে নিজের থেকেও তাঁর বেশি চিন্তা নিজের গর্ভবতী স্ত্রী করিনা কাপুর এবং ছেলে তৈমুর আলি খানকে নিয়ে। 

510

সদ্য শিফ্ট হওয়া নতুন বাড়ি ফরচ্যুইন হাইটসের সামনে পুলিশের গাড়ি মোতায়ন করতে হল সইফকে। 
 

610

তাঁর বাড়ির সামনে ইতিমধ্যেই একটি মাঝারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সকলের অনুমান করিনা, তৈমুরের সুরক্ষার জন্যই পুলিশের সুরক্ষা প্রয়োজন হয়েছে তাঁদের। 

710

রাম কদম সম্প্রতি একটি ভিডিওতে জানিয়েছেন, "কেন ক্রমাগত হিন্দু দেব দেবীদের অপমান করা হয় বিভিন্ন কনটেন্টে।"

810

"পরিচালক আলি আব্বাস জফরের তাণ্ডব ওয়েব সিরিজে একজন অভিনেতা হাতে ত্রিশূল ও ডামরু নিয়ে মহাদেবের অবমাননা করেছেন।"

910


"অভিনেতা, পরিচালক, প্রযোজক, তাণ্ডবের টিমকে মাথা নত করে, হাত জোর করে ক্ষমা চাইতেই হবে। ফের যদি এই অবমাননা হয় তাহলে রাস্তায় জুতো মারা হবে এদের।"

1010

জানা যাচ্ছে রাম কদম মুম্বই পুলিশের কাছে তাণ্ডবের বিরুদ্ধে অভিযগ দায়ের করেছেন। সিরিজটি থেকে সেই অংশ না সরিয়ে নিলে বিজেপি এর বিরোধীতা করেই যাবে, জানিয়েছেন রাম কদম। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos