তিন খানরে মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ বেজায় বোঝা জটিল। কখনও তাঁরা ভাই ভাই, কখনও আবার তাঁরা একে অন্যের শত্রু, কটাক্ষের শিকার বা প্রতিযোগী হয়ে ওঠে। তবে তিন খানকে এক সঙ্গে দেখতে কে না চায়। এমনই এক আড্ডায় পাওয়া গিয়েছিল দুই খানকে। শাহরুখ-সলমন, সেখান থেকেই উঠে এলো মজার কথোপকথন।
একসঙ্গে মোট ছয়টি সিনেমাতে তাঁরা দুজনে অভিনয় করেছেন। একের পর এক ছবির নাম বলেগেলেন নিজেরাই।
210
যার মধ্যে অন্যতম হল করণ-অর্জুন। এই ছবিতে একসঙ্গে তাঁরা অনেকটা সময় কাটিয়েছিলেন।
310
কথায় কথায় সেই সময়কার এক স্মৃতি উঠে এলো তাঁদের আড্ডায়। শাহরুখ খান নিজের বিষয় প্রশ্ন করেছিলেন ভাইজানকে।
410
তিনি কি নাক ডাকেন, তার উত্তরে সলমন খান আস্ত একটি গল্প বলে বসেন। যা ঘটেছিল করণ অর্জুন ছবির সেটে।
510
একদিন সেটে বেশ কিছু গেস্ট আসে। তাই রাতের বেলাই শাহরুখ খানকে নিজের ঘর ছাড়তে হয়।
610
প্রযোজক সংস্থা জানিয়েছিল তাঁকে সলমন খানের সঙ্গে ঘুমতে। যথারীতি তিনি সলমন খানের ঘরে এসে হাজির।
710
সলমন খান নিজের পাশে তাঁকে শুতে দেয়। কিন্তু সারা রাত তিনি নিজে শুতে পারেননি। কারণ ভিষণ জোরে নাক ডাকতে শুরু করে দেন শাহরুখ খান।
810
রাত যতই বাড়তে থাকে ততই যেন তাঁর নাক ডাকার জোর বাড়তে থাকে। সলমন বলেন, সেদিন তাঁর খুব ইচ্ছে করছিল শাহরুখকে বার করে দিতে।
910
শাহরুখ শুনে বলেন, নিশ্চই বার করে দেওয়া উচিত ছিল। কারণ তিনি নিজেও জানতেন তিনি নাক ডাকেন।
1010
শাহরুখ শুনে বলেন, নিশ্চই বার করে দেওয়া উচিত ছিল। কারণ তিনি নিজেও জানতেন তিনি নাক ডাকেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।