তিন খানরে মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ বেজায় বোঝা জটিল। কখনও তাঁরা ভাই ভাই, কখনও আবার তাঁরা একে অন্যের শত্রু, কটাক্ষের শিকার বা প্রতিযোগী হয়ে ওঠে। তবে তিন খানকে এক সঙ্গে দেখতে কে না চায়। এমনই এক আড্ডায় পাওয়া গিয়েছিল দুই খানকে। শাহরুখ-সলমন, সেখান থেকেই উঠে এলো মজার কথোপকথন।