কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই 'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন ডেটিং করছিলেন ঐশ্বর্যর সঙ্গে। তারপরই সোমিকে ভুলে ঐশ্বর্যর প্রেমে মজেন সলমন। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়, ঐশ্বর্য ছাড়া ক্য়াটরিনা কাইফ, সংগীতা বিজলানি, সোমি আলি, লুলিয়া ভান্তুরের মতো তাবড় তাবড় বলি অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন।