ড্রাগের নোশায় আশক্ত সঞ্জয় দত্ত, সাইকোলজিস্ট মেয়ে মুখ খুললেন বাবার অতীত ও সমস্যা নিয়ে

২০২০ একের পর এক তারকাদের জীবনেও যেন অভিশাপ হয়ে নেমে এসেছিল। অসুস্থতা খবর থেকে শুরু করে মৃত্যুর খবর তালিকা থেকে বাদ পড়েনি কিছুই। আর সেই তালিকাতেই নাম লিখিয়ে সকলের ঘুম উড়িয়ে ছিলেন সঞ্জয় দত্ত। উঠে এসেছিল ক্যান্সার আক্রান্তের খবর। 

Jayita Chandra | Published : Dec 13, 2020 8:18 AM
18
ড্রাগের নোশায় আশক্ত সঞ্জয় দত্ত, সাইকোলজিস্ট মেয়ে মুখ খুললেন বাবার অতীত ও সমস্যা নিয়ে

সঞ্জয় দত্ত যে একটা সময় দ্রাগের নেশায় ঢুবে থাকতেন সেই খবর কম বেশি সব ভক্তদেরই জানা। সঞ্জু ছবি সেই তথ্য আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 

28


বাবার সেই চরম অতীতের কথা মনে করলে কি মেয়ে ত্রিশলার রাগ হয়! তিনি তো সাইকোলজিস্ট, তাঁর এই বিষয় কী মত!

38

সম্প্রতি এমনই কিছু প্রশ্নের সন্মুখীন হতে হল সঞ্জয় দত্তের মেয়েকে। বছরের মাঝেই ফুসফুসে ক্যান্সার আক্কান্ত হয়েছিলেন তিনি। তা কাটিয়ে এখন শ্যুটিং ফ্লোরে ঝড় তুলছেন সঞ্জু বাবা।

48

কিন্তু এই বিষয় মেয়ে কি বলছেন! বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ত্রিশলা, তিনি সাফ জানান, একটা সময় বাবা সত্যিই নেশায় ডুবে থাকতেন। 

58

নেশাটা ভুল নয়। কিন্তু নিজের ভুল বুঝতে পেড়ে সঠিক সময় সেটা ছাড়াটাই আসল দক্ষতা। যে চেষ্টা তাঁর বাবা করেছেন। বাররে বারে সাহায্য চেয়েছেন। 

68

ত্রিশলা এদিন আরও বলেন, নেশা এমন একটা জিনিস, যার খাবার দিকটা সারা জীবন বইতে হয়। নেশা ছাড়ার পরও।

78

অনেকেই আছেন যাঁরা নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু একটা সময়ের পর নানা সমস্যার কারণে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। 

88

তাঁকে সকলেই প্রশ্ন করে একজন সাইকোলজিস্ট হিসেবে তাঁর এই বিষয় কী বলার আছে, ত্রিশলার কথায়, তাঁর বাবা একজন ফাইটারের পরিচয় দিয়েছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos