বলি অভিনেত্রী সারা আলি খান যেন সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি তথা সইফ কন্যা সারা আলি খান। শরীরী আবেদনে ভরপূর সারাকে দেখে চোখ ফেরানো দায়। লাস্যময়ীর রূপে মুগ্ধ সাইবারবাসী। অনাবৃত উরু, ব্রা-লেটে যেন ঠিকরে বেরোচ্ছে বক্ষের খাঁজ, হাই থাই স্লিট স্কার্টে পরেই নেটদুনিয়ায় আগুন জ্বালালেন সারা আলি খান।
211
একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। ওজন ছিল ৯৬ কেজি । সেখান থেকে ৫০কেজি ওজন ঝরিয়ে আজ বলিউডের হট অ্যান্ড সেক্সি সারা আলি খান।
311
বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা।
নিজের হট অবতারে ছবি শেয়ার করে শায়েরির কলি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, 'কাশ কভি ইউ হো না হসরতে না জুনুন হো, তেরা খেয়াল হো অউর তু হো দিল মে বাস সুকুন হো'।
811
কার উদ্দেশ্যে এই শায়েরির মাধ্যমে ভালবাসার বার্তা দিলেন সারা, তা যদিও স্পষ্ট নয়। কিন্তু ছবি আপলোড হওয়ার ২৫ ঘন্টার মধ্যে ১৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন এবং অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন।
911
মেয়েকে হট অবতারে দেখে হতবাক হয়েছেন স্বয়ং বাবা সইফ আলি খানও। মেয়ে সারার ছবির কমেন্ট বক্সে ওএমজি লিখেছেন বলি অভিনেতা। ফোটোগ্রাফার রোহণ শ্রেষ্ঠর ফোটোশ্যুটেই নিজেকে উজার করে দিয়েছেন সারা।
1011
কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা। ইতিমধ্যেই ছিপছিপে চেহারায় নজর কেড়েছেন অভিনেত্রী। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা ও করেন তিনি। শরীরচর্চার ছবিও শেয়ার করেন মাঝেমধ্যেই।
1111
আপাতত 'অতরঙ্গি' শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী। যেখানে অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে দেখা যাবে সারাকে। এর পাশাপাশি আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবি 'নখরেওয়ালি'-তেও অভিনয় করবেন সারা আলি খান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।