বলিউড স্পারস্টার ক্যাটরিনা কাইফ ও ভিডি কৌশলের বিয়ে মঙ্গলবার। তার আগেই দুই বলিস্টার সপরিবাদে উড়ে গেলেন মুম্বইথেকে। যাওযার আগে ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়। দুজনেরও পরনে ছিল হলুদ রঙের পোষাক। দিনভার ক্যাটরিনার বাড়ির বাইরে ছিল সংবাদ মাধ্যমের ভিড়। কিন্তু একবারের জন্য ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে বিকেলই মিষ্টি হাসি নিয়েই প্রকাশ্যে আসেন ক্যাটরিনা।