শাহরুখ-গৌরির দিল্লির বাড়ি এক রাতের জন্য আপনার, সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন কিং খান

দু'শো কোটির মন্নত দেখেই সকলের চোখ কপালে ওঠে মানুষের শাহরুখের এই প্রকান্ড রাজপ্রাসাদের মত বাড়ি দেখেই ভক্তরা যদি অবাক হয় তাহলে তাঁর বেভারলি হিলসের ভিলা দেখলে বাচনশক্তিই হারিয়ে বসবে সকলে। বেভারলি হিলসের বাড়ির দাম প্রায় নব্বই থেকে একশো কোটির কাছাকাছি। এবং এই বাড়ি হল শাহরুখ এবং তাঁর পরিবারের অত্যন্ত পছন্দের ভ্যাকেশন স্পট। এই বেভারলি হিলসের বাড়িতে ইচ্ছে করলেই বিপুল টাকা খরচ করে থাকতে পারে তাঁর ভক্তরা। তেমনই এবার সেই তালিকায় যুক্ত হল শাহরুখের দিল্লির বাড়ি। 

Adrika Das | Published : Nov 18, 2020 4:34 PM / Updated: Nov 18 2020, 04:44 PM IST
18
শাহরুখ-গৌরির দিল্লির বাড়ি এক রাতের জন্য আপনার, সাদরে  আমন্ত্রণ জানাচ্ছেন কিং খান

সেই বাড়িতে থাকার সুযোগ পাবে যেকোনও একটি জুটি। এয়ারবিএনবি-তে যোগাযোগ করেই মিলবে এই সুযোগ। 

28

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরি খান। 

38

গৌরি এই বাড়িটিকে নিজে হাতে ডিজাইন করেছেন। শাহরুখ এবং তাঁর পরিবারের সঙ্গে জুড়ে থাকা অনেককিছুই রয়েছে সেই বাড়িতে।

48

কিং খানের প্রতিটি জিনিস এবার কাছ থেকে দেখার সৌভাগ্য হবে। আলিশান এই বাড়ির দামও কয়েকশো কোটির চেয়ে কম হয়তো হবে না।

58

নভেম্বরের ৩০ তারিখ অবধি এন্ট্রি নেওয়াহচ্ছে এয়ারবিএনবি-তে। মাস্টার বেডরুম, প্রকান্ড ডাইনিং, হল, রাজপ্রাসাদের মত ডিজাইন।

68

এখানে থাকলে রাতে ঘুম আসা মুশকিল। ইন্টিরিয়ারের দিক থেকে চোখ সরানো অসম্ভব। 

78

শাহরুখের বেভারলি হিলসের বাড়িও এমনই সুন্দর। শাহরুখের বেভারলি হিলসের ভিলাতে এক রাত থাকতে গেলে খরচ প্রায় দু'লাখ টাকা দিয়ে। 

88

ল্যাভিশ ভিলাতে এক রাত থাকতে গেলে দিতে হবে ১ লক্ষ ৯৬ হাজার ৮৯১ টাকা। ভিলার ছবি দেখলে এই টাকা দেওয়া যে সার্থক মনে হবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos