শাহরুখ ভক্তদের মন ভেঙে খান খান, দীর্ঘ অপেক্ষার পর এ কোন খবর সামনে এলো কিং খানের

Published : Feb 23, 2021, 09:08 AM IST

শাহরুখ খানের ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে কবে মুক্তি পাবে শাহরুখের পরবর্তী ছবি, একের পর এক বছর যাচ্ছে, তবুও কিং খান মোটেও শোনাচ্ছেন না সুখবর। এমনই সময় সামনে এসেছিল পাঠান ছবির খবর। কিন্তু তাতেও নিরাশই হতে হল ভক্তদের। 

PREV
19
শাহরুখ ভক্তদের মন ভেঙে খান খান, দীর্ঘ অপেক্ষার পর এ কোন খবর সামনে এলো কিং খানের

শাহরুখ খানের ভক্তরা বেশ কিছু বছর ধরে নিরাশ, পর্দায় নেই কিং খান। ফলে অপেক্ষায় দিনগুণছিলেন সকলে। 

29

কবে আসবে সুখবর! এমনই সময় একের পর এক ছবির খবর হয়ে ওঠে ভাইরাল। তাতেও হল  না শেষ রক্ষা। 

39

শাহরুখ খান নিজেই জানিয়ে দিলেন, যতদিন না তিনি নিজে কোনও খবরের কথা জানাচ্ছেন, ততদিন পর্যন্ত যেন ভক্তরা তেমন কিছু আশা না করে। 

49

এতে একে বারেই মন ভেঙে গিয়েছিল ভক্তমহলের। তবে বছর ঘুরতে না ঘুরতেই সামনে আসে পাঠান ছবির খবর। 

59

এই ছবির শ্যুটিং নিয়েই ব্যস্ত শাহরুখ খান। দুবাইতে বেশ কিছুটা অংশ শ্যুটও হয়েছে। 

69

কথা ছিল চলতি বছর মুক্তি পাবে এই ছবি। কিন্তু সেই জল্পনা উড়িয়ে এবার সামনে এলো নতুন খবর। সলমনকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। 

79

চলতি বছর নয়, ২০২২ সালেই মুক্তি পেতে পারে পাঠান। ফলে অপেক্ষা বাড়লও আরও। ভক্তদের মন ভাঙল মুহূর্তে। 

89

এই ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এর আগে শাহরুখের সঙ্গে দুই ছবিতে জুটি বেঁধেছেন তিনি। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories