খবরের জেরে বচসায় কিং খান, রাত কাটাতে হয়েছিল জেলে

Published : Jun 23, 2020, 10:30 AM IST

নেপোটিজমের প্রভাব বরাবরই বলিউডে ছিল। তার মাঝেই তিলে তিলে তখন নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। তবে শুরুর পথটা মোটেও ছিল না মসৃণ। একে একে বাধা টপকে সাফল্যের সিঁড়িতে পা রেখেছিলেন শাহরুখ খান, পরিস্থিতির চাপে রাত কাটাতে হয়েছিল জেলেও। তবুও ভেঙে পড়েননি শাহরুখ খান। 

PREV
19
খবরের জেরে বচসায় কিং খান, রাত কাটাতে হয়েছিল জেলে

কেরিয়ার তখন সবে মাত্র তৈরি করা শুরু করেছেন শাহরুখ খান। পরিস্থিতিকে তাই বুঝে চলতেই পছন্দ করতেন তিনি। 

29

সব কিছুতেই মাথা ঘামাতেন অল্পতেই। নিজের পরিশ্রমের মূল্য তিনি কোনও মতেই ছাড়তে ছিলেন নারাজ। এমনই সময় ঘটে অঘটন।

39

খবরের শিরোনামে উঠে আসে শাহরুখ খানের নাম। যা মোটেও ছিল না সত্যি কথা। শাহরুখ এক সাক্ষাৎকারে জানান, তখন তিনি ভয় পেয়েছিলেন। 

49

অই ধরনের খবর ছাপলে যতি তাঁর ইমেজ নষ্ট হয়ে যায়, তড়িঘড়ি তিনি পৌঁচ্ছে গিয়েছিলেন, সংবাদ মাধ্যমের অফিসে। 

59

এডিটরের সঙ্গে দেখা করে জানতে চেয়েছিলেন তিনি কেন এই ধরনের খবর ছেপেছেন। এডিটর জানিয়েছিলেন যে তিনি মজা করে লিখেছেন। 

69

এগুলোকে সহজভাবে গ্রহণ করতে জানতে হবে। তিনি তা মেনে নিতে পারেননি। রেগে গিয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন এডিটরের কাছে। খারাপ ব্যবহারও করেছিলেন। 

79

এরপরই বড়সড় পদক্ষেপ নিয়েছিলেন সেই এডিটর। শাহরুখ খান একটি ছবির শ্যুটিং করছিলেন। সেই সময় তিনি হঠাৎ হাজির পুলিশ। তিনি তাঁকে গাড়িতে উঠতে বলেন। 

89

শাহরুখ খান অনুরোধ করেছিলেন যে, তিনি নিজের গাড়িতে কথা বলতে চান। পুলিশ মানতে নারাজ ছিলেন। তাই বাধ্য হয়েই যেতে হয়েছিল কিং খানকে। স্টেশনে গিয়ে দেখেন তাঁকে ভরা হল জেলে। 

99

সবটা বুঝতে বাকি থাকে না কিং খানের। কয়েকঘণ্টা জেলে থাকার পর তাঁর বেল হয়। বেরিয়ে এসে তিনি এডিটরকে বলেছিলেন, আমার ভয় কেটে গিয়েছেন, এবার তোমার ভয় পাওয়ার পালা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories