ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা শাহরুখের, হাতেনাতে ধরে ফেলে কে বাঁচিয়েছিলেন বলিউডের বাদশাকে

Published : May 25, 2021, 01:10 PM IST

কিং খান মানেই বাড়তি উন্মাদনা। সারা দেশ জুড়ে যার কোটি কোটি  ভক্ত রয়েছে। কিছুদিন আগেই সবাইকে ছাপিয়ে সেরার সেরা শিরোপাও জিতেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। কী এমন ঘটেছিল শাহরুখের জীবনে যে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন কিং খান। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। জেনে নিন কী ঘটেছিল সেই দিন।  

PREV
110
ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা শাহরুখের, হাতেনাতে ধরে ফেলে কে বাঁচিয়েছিলেন বলিউডের বাদশাকে

অভিনয়ের পাশাপাশি হাজারো ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভীষণই ভালবাসেন বলিউডের কিং খান।

210

বিশেষত, ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতেই সবথেকে বেশি ভালবাসেন শাহরুখ।

310


কিন্তু কী এমন ঘটেছিল যেই কারণে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন বাদশা।

410


সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই খোলসা করেই একথা জানিয়েছেন।

510

একবার নয়, একাধিকবার ব্যর্থতার কারণে কেকেআর টিমটা অনেকেই বিক্রি করে দিতে বলেছিলেন শাহরুখ খানকে।

610

কিন্তু তিনি কারোর কথাই শোনেননি। নিজের মনের অদম্য আশাতেই তিনি জেদ ধরে বসেছিলেন।

710


সালটা ২০১২। প্রথমবার যখন কেকেআর ম্যাচ জেতে সেই আনন্দেই পাগল হয়ে গিয়েছিলেন শাহরুখ খান।

810

সেই আনন্দেই আত্মহারা হয়ে ব্যলকনি থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন শাহরুখ খান।

910

জীবনের প্রথম জয়ের দিন, সারারাত ঘুমোতে পারেননি অভিনেতা। আনন্দে আত্মহারা হয়ে গিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার কথা মাথায় এনেছিলেন শাহরুখ।

1010


সেই সময় তার একমাত্র মেয়ে সুহানাই সেখান থেকে তাকে ফিরিয়ে এনেছিল।

click me!

Recommended Stories