কয়েকদিন আগেই মার্চ এডিশনের কভার ফোটোশ্যুটে ছবি শেয়ার করে গৌরী লেখেন, 'এটা এখানে, দ্য পিকক ম্যাগাজিন মার্চ ২০২১ ডিজিটাল কভার। মুহূর্তের মধ্যে গৌরীর ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালে'। লেপার্ড প্রিন্টেড পোশাকে বেরিয়ে রয়েছে অনাবৃত উরু, কোমরের কাছে হটকাতেই যেন চোখ আটকে গিয়েছে নেটিজেনদের। ইন্ডাস্ট্রির বহু সহকর্মীরা গৌরীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।