আর একটু হলেই বেরিয়ে আসত 'গোপনাঙ্গ', উন্মুক্ত উরু'ই কি ফ্যাশন স্টেটমেন্ট শাহরুখ পত্নী গৌরীর

শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি যেন হার মানায় বলিউডকেও।  অভিনেত্রী না হয়ে এবং শাহরুখ পত্নী হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় বি-টাউনে পরিচিত গৌরী খান। কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তাতে বেশ  সিদ্ধহস্ত শাহরুখ ঘরণী গৌরী খান। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান ঝড় তুলেছেন ম্যাগাজিনের কভার পেজে। উন্মুক্ত উরুই যেন ফ্যাশন স্টেটমেন্ট গৌরীর। খোলামেলা পোশাকে স্পষ্ট বক্ষ-বিভাজিকা।  ম্যাগাজিন ফোটোশ্যুটে রীতিমতো উষ্ণতার পারদ চড়িয়েছেন গৌরী খান।

Riya Das | Published : Mar 25, 2021 1:19 PM
19
আর একটু হলেই বেরিয়ে আসত 'গোপনাঙ্গ', উন্মুক্ত উরু'ই কি ফ্যাশন স্টেটমেন্ট শাহরুখ পত্নী গৌরীর

ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ইতিমধ্যেই সকলের কাছে সুখ্যতি ছড়িয়েছেন গৌরী। এবার ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হলেন শাহরুখ ঘরণী।

29


হাই থাই স্লিট, উন্মুক্ত উরুই যেন ফ্যাশন স্টেটমেন্ট গৌরীর। খোলামেলা পোশাকে বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে বেশ সাবলীল গৌরী।  ম্যাগাজিন ফোটোশ্যুটে রীতিমতো উষ্ণতার পারদ চড়িয়েছেন গৌরী খান।

39

ফিগার থেকে ফ্যাশন গৌরীর চাবুক ফিগার  যেন হার মানায় বলি অভিনেত্রীদেরও। ইতিমধ্যেই অভিনেত্রী না হয়েও শাহরুখ পত্নী হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় বি-টাউনে পরিচিত গৌরী খান।

49

সম্প্রতি ম্যাগাজিন শুটের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গৌরী। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, শুটিংয়ের উন্মাদনাকে মিস করছি।

59

সাদা-কালো ডিজাইনার পোশাকে লাস্যময়ী গৌরীকে দেখে ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। হাই থাই স্লিটে জ্বলজ্বল করছে অনাবৃত উরু। সেক্সি লুকেই ভাইরাল শাহরুখ পত্নী।

69

পায়ে পেন্সিল হিল, উরু বার করে কোমরে হাত দিয়ে হট পোজ, গৌরীর যৌন আবেদনে ঘুম উড়েছে পুরুষদের।

79


কয়েকদিন আগেই মার্চ এডিশনের কভার ফোটোশ্যুটে ছবি  শেয়ার করে গৌরী লেখেন, 'এটা এখানে, দ্য পিকক ম্যাগাজিন মার্চ ২০২১ ডিজিটাল কভার। মুহূর্তের মধ্যে গৌরীর ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালে'। লেপার্ড প্রিন্টেড পোশাকে বেরিয়ে রয়েছে অনাবৃত উরু, কোমরের কাছে হটকাতেই যেন চোখ আটকে গিয়েছে নেটিজেনদের। ইন্ডাস্ট্রির বহু সহকর্মীরা গৌরীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

89

বয়স যেন নিছক একটা সংখ্যা মাত্র। তা এতদিন কিং খান প্রমাণ করলেও সেই তালিকায় চলে এসেছেন গৌরী খানও । 

99

ছোটবেলা থেকে ফ্যাশন নিয়ে তার খুবই আগ্রহ ছিল। দিল্লি এনআইএফটি থেকে ফ্যাশন কোর্সও করেছিলেন  গৌরী খান। নিজেই স্বপ্নের মান্নাতকে ডিজাইন করেছেন গৌরী। বর্তমানে অভ্যন্তরীণ ডিজাইনার হিসেবে সকলের কাছে জনপ্রিয় গৌরী। এবার ম্যাগাজিনের কভার গার্ল হিসেবেও নিজের পরিচিতি পেলেন গৌরী খান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos