কারিনা কাপুর খান, একাধিক সাক্ষাৎকারে এটা স্পষ্ট যে শর্মিলা ঠাকুর সাইফ আলি খানের এই সিদ্ধান্তে খুশি। করিনাকে তার খুবই পছন্দ। পুত্রবধূ হিসেবে কোনরকম খামতি রাখতে নারাজ করিনা। তার কোন গুণ সবথেকে বেশি মুগ্ধ করে শর্মিলাকে?
পারফেক্ট ব্যালেন্স বলতে যা বোঝায় তা হয়তো কারিনা কাপুর এর থেকে বেশি ভালো আর কেউ জানেনা।
29
কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন দুই খুব যত্নের সঙ্গে সামলাচ্ছেন করিনা।
39
বিয়ে হোক বা সন্তান, কেরিয়ারে কোনও আঁচর আসতে দেয়নি তিনি। সব দিক থেকে স্পষ্ট নজর রেখেছেন তিনি।
49
কেরিয়ারের জন্য পরিবারের ওপর কি কোনও দায়িত্ব এড়িয়েছেন তিনি, নিজে করিনা প্রশ্ন করে বসলেন শর্মিলা ঠাকুরকে।
59
শর্মিলা এক সাক্ষাৎকারে করিনার মুখোমুখি হয়ে জানালেন, ভালো গুণ অনেক আছে করিনার কিন্তু খারাপ তিনি খুঁজে পেলেন না।
69
উল্টে পুত্রবধূর প্রশংসা করতে গিয়ে বললেন, করিনা একটা গুণ সবসময় মুগ্ধ করে শর্মিলাকে।
79
যখনই করিনাকে কিছু জানানো হয় বা কোনো মেসেজ করা হয়, মুহূর্তে তিনি উত্তর দিয়ে থাকেন।
89
কোনদিন করিনা থেকে উত্তর পেতে দেরি হয়নি শর্মিলার, এই গুণ তার মেয়ে সোহার মধ্যেও নেই।
99
এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন শর্মিলা ঠাকুর। পরিবারের প্রতিটা দরকারে যেভাবে করিনা পাশে থেকেছে, তা ভোলার নয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।