মাত্র ৩ মিনিটের শুটিং করতে লেগেছিল এতগুলি বছর, ৪৫ বছর পূর্তিতে স্মৃতির পাতায় 'শোলে'

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বিখ্যাত সিনেমা হল রমেশ সিপ্পি পরিচালিত 'শোলে '। সম্প্রতি ৪৫ বছর পূর্ণ হয়েছে এই ছবির। মুম্বইয়ের মিনার্ভা থিয়েটারে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিস ১৯৭৫ সালের ১৪ আগস্ট। তারপরের দিন অর্থাৎ ১৫ আগস্ট দেশের বাকি জায়গায় ছবিটি মুক্তি পেয়েছে।  এই কাল্ট ছবিটি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। ছবির ইতিহাস রচনার পিছনেও রয়েছে এক বিশাল কাহিনি। ছবির একটা দৃশ্যের শুটিং করতেই প্রায় ৩ বছর সময় লেগেছিল, আর সেই কারণেই এই ছবি চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলস্টোন।
 

Riya Das | Published : Aug 15, 2020 7:48 AM IST / Updated: Aug 17 2020, 07:11 AM IST
19
মাত্র ৩ মিনিটের শুটিং করতে লেগেছিল এতগুলি বছর, ৪৫ বছর পূর্তিতে স্মৃতির পাতায় 'শোলে'

সম্প্রতি ৪৫ বছর পূর্ণ হয়েছে রমেশ সিপ্পি পরিচালিত বিখ্যাত ছবি'শোলে '। সুপারহিট ছবির পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস।

29


একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ছবির একটা দৃশ্যের শুটিং করতেই নাকি প্রায় ৩ বছর সময় লেগেছিল।

39


অমিতাভ জানিয়েছিলেন, ছবিতে জয়ার সঙ্গে অমিতাভের এই দৃশ্য করতেইন নাকি সময় লেগেছিল প্রায় ৩ বছর।

49

শোলে এই বিখ্যাত দৃশ্য যেখানে জয়া একটি লন্ঠন জ্বালিয়েছেন এবং অমিতাভ দাওয়ায় বসে মাউথঅর্গান বাজাচ্ছেন। 

59


মাত্র ৩ মিনিটের এই দৃশ্যের শুটিং করতে প্রায় ৩ বছর ধরে সময় লেগেছিল। অমিতাভ সাক্ষাৎকারে এসে নিজেই এই দৃশ্যের কথা জানিয়েছিলেন।

69


মাত্র ৩ মিনিটের এই দৃশ্যের শুটিং করতে প্রায় ৩ বছর ধরে সময় লেগেছিল। অমিতাভ সাক্ষাৎকারে এসে নিজেই এই দৃশ্যের কথা জানিয়েছিলেন।

79


'শোলে'ই প্রথম ভারতীয় ছবি যা ৭০ এমএম প্রিন্টে দেখানো হয়েছিল। তবে প্রথমে ছবিটি ৩৫ এমএম প্রিন্টেই প্রিমিয়ার হয়েছিল। 

89


'শোলে'র মোট বাজেট ছিল ৩ কোটি টাকা। পরিচালক রমেশ সিপ্পি জানিয়েছেন , এই ছবিটি আজকের দিনে তৈরি করতে ১৫০ কোটি টাকা প্রয়োজন।

99


'শোলে'র পুরো শুটিংটাই  করা হয়েছিল কর্ণাটকের ব্যাঙ্গালুরু ও মাইসোরের মাঝামাঝি পাহাড়ে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos