শ্যুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে ড্রাগস নিতেন সুশান্ত, জেরায় মুখ খুললেন সারা-শ্রদ্ধা

একে একে ফাঁস হচ্ছে বলিউডের ডার্কেস্ট সিক্রেটস। দীপিকা পাডুকোন থেকে শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের নাম উঠে আসছে একে একে। রিয়া চক্রবর্তীর বন্ধু হিসাবে মাদকচক্রে জড়িয়েছে সারা এবং রাকুল প্রীত সিংয়ের নামও। তাঁরা মাদক সেবন করে কি না সে বিষয় তদন্ত চালাচ্ছে এনসিবির-র টিম। ইতিমধ্যেই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সারা এবং শ্রদ্ধা। জেরায় তাঁরা ফাঁস করলেন সুশান্তের বিরুদ্ধেই কিছু তথ্য। 

Adrika Das | Published : Sep 26, 2020 2:16 PM IST
19
শ্যুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে ড্রাগস নিতেন সুশান্ত, জেরায় মুখ খুললেন সারা-শ্রদ্ধা

সেই নিয়েই এখন তোলপাড়। সুশান্ত মাদক সেবন করতেন কি না সেই নিয়ে রয়েছে নানা মুণির নানা মত। 

29

বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি, যার জেরে কিছু মানুষের মতে মাদক সেবন করতেন সুশান্ত। 

39

সুশান্ত থেকেই বিষয়টি সরাসরি সরে গিয়েছে রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিকের দিকে। 

49

সুশান্ত থেকেই বিষয়টি সরাসরি সরে গিয়েছে রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিকের দিকে। 

59

ফাঁস হয়েছিল তাঁর এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে ওয়াটসঅ্যাপ চ্যাট। 

69

যেখানে দীপিকার সঙ্গে তাঁর মাদক নিয়ে নানা লেনদেনের কথা হয়ে থাকে। দীপিকা চ্যাটের কথাবার্তা স্বীকার করলেও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন। 

79

আজ সকালে দীপিকার জেরার পাশাপাশি হতে থাকে সারা ও শ্রদ্ধারও জিজ্ঞাসাবাদ। 

89

সেখানেই তাঁরা দাবি করে বসেন, সুশান্ত শ্যুটিংয়ের মাঝে মাদক সেবন করতেন নিজের ভ্যানিটি ভ্যানে। 

99

সারা এবং শ্রদ্ধা দু'জনেই সুশান্তের সঙ্গে কাজ করেছেন। শ্যুটিংয়ের ফাঁকে সারা এবং শ্রদ্ধা তাঁকে মাদক সেবন করতে দেখেছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos