করোনার উপসর্গ থাকা সত্ত্বেও ফিরিয়ে দিল হাসপাতাল, ভয়াবহ অভিজ্ঞতার শিকার দৃশ্যম অভিনেত্রী

Published : Apr 17, 2020, 12:38 PM IST

করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। করোনার এই করাল থাবা  পড়ল এবার 'দৃশ্যম' অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে। শ্রিয়া সরণ। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় তিনি। ২০১৮ সালে ১২ মার্চ অ্যান্দ্রেই কসচিভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রিয়া। এবং বিয়ের পর থেকেই স্পেনেই রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি  স্বামীর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়াই স্থানীয় হাসপাতালে নিয়ে যান শ্রিয়া। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামীকে সেখানে ভর্তি না রেখে তাদের ফিরিয়ে দেয়। প্রথম অবস্থাতে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর কীভাবে সেই পরিস্থিতি সামলেছেন শ্রিয়া, জেনে নিন বিস্তারিত।

PREV
19
করোনার উপসর্গ থাকা সত্ত্বেও ফিরিয়ে দিল হাসপাতাল, ভয়াবহ অভিজ্ঞতার শিকার দৃশ্যম অভিনেত্রী

দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অ্যান্দ্রেই কসচিভের সঙ্গে গাঁটছড়া বেধে পাকাপাকিভাবে স্পেনে রয়েছেন শ্রিয়া।

29

দক্ষিণী অভিনেত্রী  ২ বছর ধরেই বার্সেলোনায় শ্বশুরবাড়িতে রয়েছেন। সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেছেন।

39

অভিনেত্রী জানিয়েছেন, গত ১২ মার্চ তাদের বিবাহবার্ষিকী ছিল। এবং ওই স্পেশ্যাল দিন উপলক্ষ্যে একটি রেস্তোরাঁর সিটও বুকিং করেছিলেন দুজনে।

49

যদিও করোনার জেরে তাদের পুরো প্ল্যনটাই ভেস্তে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই গোটা স্পেনের পরিস্থিতি  বদলে গিয়েছিল। 

59

পুরোপুরি লকডাউন শুরু হয়ে গিয়েছিল। আর এই লকডাউনের মধ্যেই তার স্বামী অ্যান্দ্রেই-এর শরীরে করোনা উপসর্গ দেখা যায়।

69

করোনার উপসর্গ মনে হওয়াতেই তড়িঘড়ি করে স্বামীকে নিয়ে হাসপাতালে ছোটেন শ্রিয়া। কিন্তু হাসপাতালে কোনও জায়গা না থাকায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।

79

প্রথম অবস্থায় খানিক ঘাবড়ে গেলেও বাড়িতে এসে পুরোপুরি হোম আইসোলেশন থেকেছেন দুজনে।

89

তবে ধীরে ধীরে তার স্বামী ক্রমশ সুস্থ হয়ে উঠেছে। এবং করোনার উপসর্গ যেন ক্রমশ কমেছে।

99

বর্তমানে শ্রিয়ার স্বামী অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু করোনার জেরে গোটা স্পেনের অবস্থা মোটেই ভাল নয় বলে জানিয়েছেন শ্রিয়া।

click me!

Recommended Stories