প্রথমে সুশান্ত সিং রাজপুত, আর এবার সদ্ধানর্থ শুক্লা। বারবার একই ঘটনা ঘটছে কুপার হাসপাতালে। অনেকেই দাবি করেছেন সুদ্ধার্থকে হত্যা করা হয়েছে। টুইটার ব্যবহারকারী বলেছেন, সুশান্ত সিংএর সময়ও এই হাসপাতালেই ময়না তদন্ত হয়েছিল। সুদ্ধার্থের ক্ষেত্রেও তাই হচ্ছে। তাই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।