পরমাত্মায় বিশ্বাসী ছিলেন অভিনেতা, ব্রহ্মকুমারী মতে সিদ্ধার্থের শেষকৃত্য

সিদ্ধার্থ শুক্লা, এক কথায় বলতে গেলে যাঁকে দেখা মাত্রই একটা কথা দর্শকদের মনে আসে তা হল রাফ-টাফ অভিনেতা। তাঁর সঙ্গে রাগ শব্দটা জুড়িয়ে থাকলেও সত্যিই কি তাই, এবার খোলসা করলেন ব্রহ্মকুমারী এক শিষ্যা। ভয়ানক তথ্য সামনে আনলেন সিদ্ধার্থকে নিয়ে। 

Jayita Chandra | Published : Sep 3, 2021 12:23 PM IST

18
পরমাত্মায় বিশ্বাসী ছিলেন অভিনেতা, ব্রহ্মকুমারী মতে সিদ্ধার্থের শেষকৃত্য

সিদ্ধার্থ শুক্লা, এক কথায় বলতে গেলে অনেকেই হয়তো তাঁর দিকে এক ঝলক তাকিয়ে বলে দিয়ে থাকেন, তিনি রাগি। কিন্তু সত্যিই কি এমন। 

28

মৃত্যুর পর প্রকাশ্যে এলো সেই রহস্য। না, মোটেও সিদ্ধার্থ রাগি ছিলেন না। এমনটাই দাবী করলেন ব্রহ্মকুমারীর তপসীনি। 

38

এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ব্রহ্মকুমারী মতে। প্রথমে প্রার্থনা করেন সকলেই। সিদ্ধার্থ  সপ্তাহে একদিন এই আশ্রমে যেতেন। 

48

বড়ই ঠাণ্ডা প্রকৃতির ভালো মানুষ ছিলেন তিনি, বলেই দাবী করেন সন্যাসীনী। তিনি আরও জানান, সিদ্ধার্থ তাঁর ব্যবহারের মধ্যে দিয়েও মন জয় করেছিলেন সকলের। 

58

সিদ্ধার্থ শেষ সেখানে গিয়েছিলেন, রাখীর দিন। সকলের হাতে পরেছিলেন রাখী। সময় কাটিয়েছিলেন অনেকটাই।  আজও মনে পড়ে সেই কথা।

68

তবে সেই শেষ দেখা। এদিন এই তপসীনী দাবী করেন, সিদ্ধার্থ পরমাত্মায় বিশ্বাসী ছিলেন। এই নিয়ে একটি সেশনও করেছিলেন তিনি। 

78

নিত্য নিয়মিত পাঠ করতেন, নিজেকে শান্ত রাখতেন, পর্দায় ঋণাত্মক চরিত্রে অভিনয় করলেও, তিনি বরাবরই খুব পজিটিভ। 

88

তাঁর মৃত্যু এক কথায় মেনে নেওয়ার নয়, সকলের মত এদিন এক তিনিও জানান এক সংবাদ মাধ্যমকে। শেষ কৃত্যে তাই তাঁরাও থাকবেন উপস্থিত। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos