বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সর্বদাই নিজের স্টাইল স্টেটমেন্টে শিরোনামে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতেই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ কন্যা।
210
একবার এক সাক্ষাৎকারে মেয়ের ভবিষ্যৎ প্রেমিকের জন্য ৭টি নিয়ম জারি করেছিলেন শাহরুখ, যারা সুহানার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই মানতে হবে এই কড়া নিয়মগুলি।
310
প্রথমত চাকরি থাকতে হবে। কোনওমতেই বেকার থাকা চলবে না।
410
আগে থেকেই জেনে নাও শাহরুখ তাকে পছন্দ করবেন না।
510
মেয়ের সব ব্যাপারেই থাকবেন শাহরুখ খান।
610
সুহানা যে আমার রাজকন্যা, তোমার কোনওরকম জয়ের স্মারক নয়।
710
তবে মাথায় রাখতে হবে কোনও কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি দেখলে জেল পর্যন্ত যেতে রাজি শাহরুখ।
810
ভবিষ্যতের প্রেমিকের যেন ভাল উকিল থাকে, সেকথাও জানিয়েছেন শাহরুখ খান।
910
সুহানার সঙ্গে যা যা করবে সেগুলি আমার দিক থেকে পাল্টা পাবে।
1010
এতগুলি শর্ত মানলেই সুহানার যোগ্য প্রেমিক হওয়া যাবে, সাফ জানিয়েছিলেন শাহরুখ। যদি পরে জানিয়েছিলেন পুরো বিষয়টি তিনি মজার ছলে বলেছে। তবে মজার ছলে হলেও বাদশা-র সাবধানবাণী ভুললেও বিপদও হতে পারে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।