ফোনের শেষ ব্যবহার কখন, কী সার্চ করেছিলেন সুশান্ত, পুলিশি তদন্তে নয়া তথ্য

সুশান্তের মৃত্যু স্বাভাবিক নয়, ধীরে ধীরে তাঁকে পরিকল্পনা করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেই নেটিজেনদের একশ্রেণীর দাবি। এই ভয়াবহ মানসিক চাপের কারণ কী, তড়িঘড়ি তদন্তে নেমে পড়লেন পুলিশ, সেখান থেকেই এবার একের পর এক তথ্য উঠে আসছে সামনে... 

Jayita Chandra | Published : Jul 2, 2020 10:38 AM / Updated: Jul 03 2020, 04:05 PM IST
18
ফোনের শেষ ব্যবহার কখন, কী সার্চ করেছিলেন সুশান্ত, পুলিশি তদন্তে নয়া তথ্য

সাফল্যের এ তো কিছুই নয়, এখনও অনেকটা পথ যাওয়ার বাঁকি। চোখের জলে আজড ভাসছে গোটা দেশ, সেই অভিনেতাই এভাবে হার মানতে বাধ্য হলেন। 

28

শেষ ছবি ছিঁছোড়ে-তে সকল ভক্তদের শিখিয়েছিলেন চেষ্টাটাই জীবনের সব, হার মেনে মৃত্যুর পথ বেছে নেওয়াটাই লুজারের কাজ, তবে সকলের প্রিয় অভিনেতা কয়েকমাসের মধ্যেই কীভাবে নিজেকে শেষ করতে পারেন!

38

সুশান্তের মৃত্যুর পর পার হয়েগিয়েছে ১৬ দিন। আজও মানুষের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলছে। কেন মরতে হল সুশান্তকে উত্তর খুঁজছেন সকলেই। 

48

আর কোমড় বেঁধে সেই কেসের তদন্তে নেমে পড়েছেন মুম্বই পুলিশ। আর্জি জানিয়েছেন ভরসা রাখার। একের পর এক সুশান্তের জিনি,স পাঠানো হচ্ছে ফরেন্সিকে। এবার উঠে এল তাঁর মোবাইল ঘিরে তথ্য। 

58

ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী সুশান্তের মৃত্যু ঘটেছে ঠিক সকাল সাড়ে দশটায়। শেষ তাঁকে দেখা গিয়েছে দশটায়। এরই মাঝে নিজের ফোন নিয়ে ব্যস্ত ছিলেন সুশান্ত। 

68

ফোনে গুগুলে গিয়ে লিখেছিলেন নিজের নাম। সেখান থেকে পাওয়া কিছু খবর পড়েছিলেন তিনি শেষবার। আর তারপরই সব শেষ। 

78

তবে কী বলিউড পাকাপাকি জায়গা না করার অভিনানেই সব ছেড়ে চলেগেন সুশান্ত সিং রাজপুত! উঠছে প্রশ্ন। এছাড়াও পুলিশ ক্ষতিয়ে দেখছে সুশান্তের পাশ থেকে পাওয়া প্রতিটা জিনিস।

88

তদন্ত থেকে বাদ পড়েনি সুশান্তের গলায় ফাঁস লাগানো ধুতি, মাটিতে পড়ে থাকা বাথরোব, ডায়রি, প্রযোজক সংস্থার সঙ্গে চুক্তি কোনটাই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos