একই হাসপাতাল, একই রোগ, 'চান্দনি'র দুই নায়কের মৃত্যুতে অদ্ভুত মিল

১৯৮৯ সালের তৈরি হয়েছিল চান্দনি ছবিটি। পরিচালক যশ চোপড়ার এই ছবি আশির দশকের কেবল দর্শকরাই পছন্দ করেছিল তাই নয়, বক্স অফিসেও সফল হয়েছিল ছবিটি। শ্রীদেবী, ঋষি কাপুর এবং বিনোদ খান্না, ছবির তিন মূল চরিত্র। আজ আর কেউ নেই। না আছে চান্দনি মাথুর, না আছে ললিত খান্না, চলে গেল রোহিত গুপ্তাও। ললিতের ভূমিকায় ছিলেন বিনোদ খান্না এবং রোহিতের চরিত্রে ঋষি কাপুর। শ্রীদেবীর মৃত্যু আকস্মিক হলেও ঋষি এবং বিনোদের মৃত্যুতে রয়েছে অদ্ভুত রকমের মিল। চান্দনির দুই হিরোর জীবনের শেষে সময়গুলো প্রায় সবটাই মিলে গিয়েছে। 

Adrika Das | Published : May 5, 2020 6:21 PM IST / Updated: May 06 2020, 02:33 AM IST
110
একই হাসপাতাল, একই রোগ, 'চান্দনি'র দুই নায়কের মৃত্যুতে অদ্ভুত মিল

ঋষি কাপুর এবং বিনোদ খান্না দু'জনেরই ক্যান্সার ধরা পড়ে। ঋষি কাপুর ২০১৮ থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছেন।

210

অন্যদিকে বিনোদ খান্নার ধরা পড়ে ২০১৭ সালে। ব্ল্যাডার ক্যান্সারের আডভান্স স্টেজে ছিলেন অভিনেতা। 

310

২০১৭ সালেই এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডিহাইড্রেশনের জন্য ভর্তি হতে তাঁকে।  

410

২৭ এপ্রিল সকাল ১১:২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। 

510

এই একই হাসপাতালে ভর্তি ছিলেন ঋষি কাপুরও। তিনিও এই হাসাপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

610


দু'জনের মৃত্যুর সময়ও প্রায় এক। এপ্রিল মাসের শেষের দিকেই প্রয়াত হন দুই অভিনেতা। 

710


ঋষি কাপুর এপ্রিলের ৩০ তারিখ এই হাসপাতালের আইসিইউতে প্রয়াত হন। 

810

শ্রীদেবীর দুই নায়কের মৃত্যুর মিল খুঁজে পেয়ে হতবাক সিনেপ্রেমীরা। প্রায় একই সময় দু'নের প্রয়াণ। 
 

910

অন্যদিকে শ্রীদেবীর মৃত্যু হয় দুবাইতে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এমিরেটসে বাথটাবে মারা যান অভিনেত্রী।

1010

ঋষিহীন বলিউডে এখন অনেকেরই মাথায় আসছে চান্দনি ছবিটির কথা। কালজয়ী ছবিটির কোনও মূল তারকাই আর নেই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos