১৯৮৯ সালের তৈরি হয়েছিল চান্দনি ছবিটি। পরিচালক যশ চোপড়ার এই ছবি আশির দশকের কেবল দর্শকরাই পছন্দ করেছিল তাই নয়, বক্স অফিসেও সফল হয়েছিল ছবিটি। শ্রীদেবী, ঋষি কাপুর এবং বিনোদ খান্না, ছবির তিন মূল চরিত্র। আজ আর কেউ নেই। না আছে চান্দনি মাথুর, না আছে ললিত খান্না, চলে গেল রোহিত গুপ্তাও। ললিতের ভূমিকায় ছিলেন বিনোদ খান্না এবং রোহিতের চরিত্রে ঋষি কাপুর। শ্রীদেবীর মৃত্যু আকস্মিক হলেও ঋষি এবং বিনোদের মৃত্যুতে রয়েছে অদ্ভুত রকমের মিল। চান্দনির দুই হিরোর জীবনের শেষে সময়গুলো প্রায় সবটাই মিলে গিয়েছে।