রণবীর সিংঃ আজ বলিউডের হাইয়েস্ট পেড অভিনেতাদের মধ্যে একজন হলেন রণবীর সিং। কিন্তু তাঁকেও এক সময় কাস্টিং কাউচের শিকার হতে হয়। একজন পুরুষ প্রযোজক তাঁকে কুপ্রস্তাব দেন, বলেন ভাল ছবিতে একটি চরিত্রে কাস্ট করবেন। রণবীর সরাসরি না করে দেওয়ায়, নেগশিয়েটও করেন রণবীরের সঙ্গে। রণবীর কোনও রকমে বারণ করে দিয়ে সেই পরিস্থিতি থেকে রেহাই পান।