একইসঙ্গে ছবিতে শাহরুখ-সলমন-আমির, শুটিং শেষ করলেন কিং খান, এবার পালা সলমনের

বলিউডে পথচলাটা তাদের একই সঙ্গে শুরু হয়েছিল। তিন ছেলে এক যোগে শুরু করেছিলেন হিন্দি ছবির এক নতুন অধ্যায়। সেই তিন তারকা এবার একই ফ্রেমে...

Jayita Chandra | Published : Nov 20, 2020 10:10 AM
18
একইসঙ্গে ছবিতে শাহরুখ-সলমন-আমির, শুটিং শেষ করলেন কিং খান, এবার পালা সলমনের

শাহরুখ-সালমান আমির, তিন জনকে নিয়ে তৈরি হবে একটি ছবি এর আগে কখনো ভক্তরা ভেবে উঠতে পারেননি।

28

এবার সেই অসম্ভব কে সম্ভব করে তুলল আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা
 সেখানেই দেখা যাবে শাহরুখ-সালমানক। একজন ধরে দেবে রাহুল লুকেয অন্যজন প্রেম, এ যেন পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া।

38

ইতিমধ্যেই শাহরুখ খান নিজের পর্বের শুটিং শেষ করে ফেলেছেন। ডিব্বুক হয়ে রয়েছে এবার সালমান খানের

48

তবে একসঙ্গে অভিনয় করলো একই ফ্রেমে যায় কী পাওয়া দুষ্কর। লাল সিং চাড্ডা ভক্তদের সেই উপহার দিতে চলেছেন আমির। 

58

ফিরবে পুরনো লুক ফিরবে পুরনো  কষ্টিউমের পাশাপাশি ফিরবে সেই চেনা নামে চেনা ডাকে।

68

ফলের ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠল। কবে মুক্তি পাবে এই ছবি এখন তারই অপেক্ষায় দিন গুনছেন প্রত্যেকে।

78

এখনো চলছে পুরোদমে এই ছবির শুটিং। মোট 100 টি লোকেশন বেছে নেওয়া হয়েছে শুটিংয়ের জন্য।

88

সেই কারণেই তড়িঘড়ি মাঠে নেমে চলছে ছবির কাজ। ফ্লপের পর আবারো পর্দায় আমির। e-purjee তিনি বাজিমাত করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos