লাভ-সেক্স-ধোকা, এটাই বলিউডের নিয়ম। বি-টাউনে এরকম অনেক তারকারাই আছেন যারা অভিনয়ের থেকে কন্ট্রোভার্সিতে বেশি চর্চিত হয়েছেন। অভিনয়ের জগতে আসার কিছুদিনের মধ্যেই অনেকেই জড়িয়ে পড়েছেন বিভিন্ন স্ক্যান্ডেলে। এমএমএস স্ক্যান্ডল বলিউডে নতুন নয়। এহেন বিতর্কে বলিউড ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা- অভিনেত্রীরাই রয়েছেন। যাদের লিক হওয়া এমএমএস আজও শিরোনামে। এই ৫ এমএমএস -এর কারণেই বারবার কলঙ্কিত হয়েছে বলিউড।