বলিউডের এমন কিছু তারকা যাঁরা ভিখারী থেকে রাজা হয়েছেন, দেখুন তালিকায় কারা

বিনোদন জগতটাই এমন, যার হাতছানিতে বহু মানুষে সব কিছু ছেড়ে পা বাড়িয়েছে। ঘর, পরিবার, পরিজন বিনিময়ে হারিয়েছে বহু কিছু। কিন্তু নিজেদের ভাগ্য ফেরাতে পেরেছেন কজন! দূর থেকে ঝাঁচকচকে শহরটা দেখলে হয়তো এক কথায় অনবদ্য মনে হতে পারে, কিন্তু সেখানে টিকে থেকে বাদশা হয়ে উঠতে পারেন কজন, জেনে নিন এমনই কয়েকজন তারকাদের নাম।

Jayita Chandra | Published : Mar 17, 2020 12:53 PM IST / Updated: Mar 17 2020, 06:26 PM IST
19
বলিউডের এমন কিছু তারকা যাঁরা ভিখারী থেকে রাজা হয়েছেন, দেখুন তালিকায় কারা
শাহরুখ খানের অভিনয় জগতে পা রাখার গল্প কম বেশি সকলেরই জানা। শাহরুখ খান টেলিভিশনের মধ্যে দিয়ে শুরু করেছিলেন অভিনয় যাত্রা। বর্তমানে তিনি কিং খান।
29
একটি রেস্তোরাতে বয়ের কাজ করতেন অক্ষয় কুমার। পরবর্তীতে তাঁর প্রমোশন হয়, এবং তিনি হয়ে ওঠে সেফ। সেখান থেকে ভারতে ফিরে আসেন অক্কি। বলিউডে পা রেখে বজলে দেন অ্যাকশন হিরোর সংজ্ঞা।
39
মার্শাল আর্টের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি মিঠুন চক্রবর্তী নক্সাল করতেন। কিন্তু তাঁর দাদা দুর্ঘটনায় প্রায়ণ হারালে পরিবারের ভার কাঁধে এসে পড়ে। তখনই তিনি পা রাখেন ছবিল জগতে।
49
বোমান ইরানি এক সময় তাজ মহল প্যালেস হোটেলে কাজ করতেন। সেখান থেকেই তিনি পা বারিয়েছিলেন নিজের স্বপ্ন পূরণের পথে।
59
ফারহা খান নিজের বাবা মারা যাওয়াতে শেষকৃত্যের টাকাও জোগার করেছিলেন ধার করে। নিজেই শিখে ছিলেন নাচ। এরপরই নাচ শেখাতে শুরু করেন তিনি। সেখান থেকেই ভাগ্য ফেরে ফারহার।
69
রজনীকান্ত বর্তমানে সেরার সেরা তারকাদের মধ্যে একজন। আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের সন্তান তিনি নন। বাস কন্টাকটরি থেকে শুরু করে রান্না করা এক সময় সবই করেছিলেন তিনি। বর্তমানে থালাইভা নামেই কাবু ভক্ত মহল।
79
নাওয়াজ উদ্দিন সিদ্দিকির জীবন যুদ্ধের খবর সকলেরই প্রায় জানা। সিকিউরিটি গার্ডের কাজ থেকে শুরু করে অনেক কিছুই করেছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন কৃষক। ফলে চলচ্চিত্র জগত থেকে অনেকটাই দুরে ছিলেন তিনি। বর্তমানে বলিউডের অন্যতম অভিনেতা নাওয়াজ।
89
আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের সন্তান ছিলেন তিনি। কিন্তু বাবার মৃত্যুতে সব কিছুই বদলে গিয়েছিল। দশম শ্রেণীতে পড়াশুনো ছাড়তে হয়েছিল তাঁকে। সেখান থেকে অভিনেতার স্বপ্নপূরণ।
99
একটা সময় পরিবারে কেউই মেনে নেয়নি কঙ্গনার অভিনয় জগতে আসার কথা। বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন তিনি। রুটি আঁচার খেয়েই কেটেছিল দিন। সেখান থেকে আজ তিনি কুইন।
Share this Photo Gallery
click me!

Latest Videos