সিনে-জগতের সেরা দশ নারী, যাঁরা ছবির হিরো, যাঁদের উপস্থিতি ছবির পরিচয়

ছবির জগতে বরাবরই দুটি শব্দ খুব পরিচিত, এক হিরো দুই হিরোইন। হিরো মানেই সেই ছবির দর্শক মহলে বিস্তর কদর। ছবির সামনে পড়ছে মালা, ভক্তদের লাইন। এমনই চিত্র এক সময় উঠে আসতে দেখা যেত বাস্তবে। তবে সেই সমীকরণ এখন বদলের পালা। আর এ পথে পা বাড়ালেন যে দশ তারকা দেখে নেওয়া যাঁক এক ঝলকে। 

Jayita Chandra | Published : Mar 5, 2020 8:54 PM / Updated: Mar 06 2020, 08:56 AM IST
110
সিনে-জগতের সেরা দশ নারী, যাঁরা ছবির হিরো, যাঁদের উপস্থিতি ছবির পরিচয়
হিরো-হিরোইন এই ভেদাভেদ দূর হবে একদিন, বিশ্বাস তাপসীর। একাধিক নারী কেন্দ্রিক ছবিতে কাজ করেছিলেন তিনি।
210
প্রথম থেকেই নিজের ছবি নিয়ে বেশি সচেতন কঙ্গনা। তাঁর উপস্থিতি ছবির পরিচয়।
310
বিদ্যা বালান প্রথম থেকেই নিজের এক আলাদা জ্যঁর তৈরি করেছেন।
410
সোনাম কাপুর মানেই ছবির এক বারতি মাইলেজ। বলিউডে এখন তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে।
510
আলিয়া ভাট। শুব বেশিদিন কেরিয়ার শুরু না করলেও আলিয়া প্রথম থেকেই নিজের এক পরিচিতি তৈরি করেছে। এরই মধ্যে একাধিক ছবির করে দর্শকদের নজরের কেন্দ্রে তিনি।
610
স্বরা ভাস্কর কেবল পর্দায় নন, বাস্তবেও কড়া টক্করে সামিল। সমান অধিকারের কথা বলে এখন তিনি সকলের নজরের কেন্দ্রে।
710
দীর্ঘ ২০ বছর বলিউডে রাজ করার পর করিনার দাপট এখন ভিন্ন। তাঁর উপস্থিতি ছবির পরিচয়।
810
প্রিয়ঙ্কা চোপড়া বর্তমানে সেভাবে ছবি না করলেও তাঁর নাম থাকা মানেই সেই ছবি কয়েক ধাপ এগিয়ে থাকবে।
910
ঐশ্বর্য রাই বচ্চন সেভাবে পর্দায় না থাকলেও তিনি মহিলা কেন্দ্রিক একাধিক ছবি করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন হিরো রূপেই।
1010
রানি মুখোপাধ্যায়ের ছবি তাঁরই পরিচয়। একাধিক ছবিতে হিরো হিসেবেই ধরা দিয়েছেন তিনি পর্দায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos