Published : Mar 05, 2020, 08:54 PM ISTUpdated : Mar 06, 2020, 08:56 AM IST
ছবির জগতে বরাবরই দুটি শব্দ খুব পরিচিত, এক হিরো দুই হিরোইন। হিরো মানেই সেই ছবির দর্শক মহলে বিস্তর কদর। ছবির সামনে পড়ছে মালা, ভক্তদের লাইন। এমনই চিত্র এক সময় উঠে আসতে দেখা যেত বাস্তবে। তবে সেই সমীকরণ এখন বদলের পালা। আর এ পথে পা বাড়ালেন যে দশ তারকা দেখে নেওয়া যাঁক এক ঝলকে।