বিকিনি পরে তাঁকে গাছ থেকে ফুল পাড়তে দেখে অবাক নেটিজেনরা। আর তা নিয়েই ফের ট্রোলড হন তিনি। একজন লিখেছেন, ‘এই মেয়েটা যে কী খায় কে জানে! কোথা থেকে এসব ভুলভাল ওর মাথায় আসে’। আরেকজন লিখেছেন, ‘গরমে জামা গায়ে রাখতে পারছে না বেচারা’। আর সেই কমেন্টে আরেকজনের উত্তর, ‘তাহলে আরও গরম পড়লে কী হবে’! আরেকজন আবার লিখেছেন, ‘একেও কঙ্গনার লক আপে পাঠাও প্লিজ।’ আরও একজন লিখেছেন, 'বেশি লাফালে এবার খুলে যাবে'।