'হায়ে হায়ে ইয়ে মাজবুরি' গানটিতে উরফি জাভেদকে জলে ফ্রেঞ্চ করতে দেখা যায়। যদিও জিনাত আমান আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেননি এই রিমেকের মাধ্যমে, তবে এই রিমেকের মধ্য দিয়েই উরফি অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। ফের নয়া পোশাকে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি। কখনও পাথর, কখনও ব্লেড, কখনও সুতো দিয়ে নিজেকে জড়িয়ে নেন উরফি।