দিনকয়েক আগেই ব্রা-প্যান্টি পরে নয় বরং দু-টো প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ।সবুজ রঙের ব্রালেটে উপচে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা। তার নীচে বাদামী রঙের দু-টো প্যান্ট পরেই ফের নেটপাড়ায় ঝড় তুলেছেন উরফি। যদিও প্যান্ট পরেছেন একটি, আর অপরটি কোমর থেকে ঝুলিয়ে রেখেছেন। তবে এই অদ্ভুত পোশাক পরে উরফি দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন নেটিজেনরা। একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা।