উরফি ও রাখিকে একটি রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে গল্প করতে দেখা যায়। সেখানেই উরফিকে নিয়ে মজার মন্তব্য করেন রাখি। সেখানে উরফিকে একটি লাল ওয়ানপিসে দেখা গিয়েছে। তাঁর চেহারা দেখে রাখি বলেন, 'এখানে দালানে আগুন লেগেছে।' জবাবে উরফি বলেন, 'তোমার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি।' উরফির উত্তর শুনে শান্ত থাকতে পারেননি রাখিও। সে বলে, 'কিতনা বড়া দিল হ্যায় ভাই উরফি কা।' রাখির কাছ থেকে এই কথা শুনে উরফি লজ্জায় লাল হয়ে যায়।