খবরের শীরোনামে জায়গা করে নিল উর্বশীর ৪০ কোটি টাকার সোনা হীরে মনিমানিক্যে তৈরি করা পোশাক, যা পরে তিনি ব়্যাম্পে হাঁটলেন উর্বশী। বলিউডে সেভাবে প্রসার না জমলেও উর্বশী যে মডেল দুনিয়াকে নিজের হট লুকে কাঁপিয়ে রেখেছিলেন, তা নিয়ে কোনও দ্বিমতই নেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।