জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, ভ্যালেন্টাইন্স ডে-তে মালাইকাকে আদুরে চুম্বনে ভরালেন অর্জুন

Published : Feb 14, 2022, 11:57 AM IST

বাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন -এর আমেজ। ভ্যালেন্টাইন্স উইকের সবচেয়ে রোম্যান্টিক দিন কিস  ডে। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব।  ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভালবাসার দিন উদযাপন। রোজ ডে, প্রপোজ ডে , চকোলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে-র পর আসে ভ্যালেন্টাইন ডে । আর এই বিশেষ দিনটির জন্য দিনভর মুখিয়ে থাকেন সকলেই। তবে বিশেষ এই দিনটির জন্য থাকে বিশেষ পরিকল্পনা। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে। এবার ভালবাসার দিন সেলিব্রেশনে মাতলেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অর্জুন কাপুরকে জাপটে ধরে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন মালাইকা, পাশাপাশি আদুরে চুম্বনে মালাইকাকে ভরিয়ে দিলেন অর্জুন কাপুর। ভ্যালেন্টাইন্স ডে-তে নেটপাড়ায় ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।

PREV
19
জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, ভ্যালেন্টাইন্স ডে-তে মালাইকাকে আদুরে চুম্বনে ভরালেন অর্জুন


টিনসেল টাউনে সবথেকে চর্চিত কাপল মালাইকা আরোরা ও অর্জুন কাপুরকে নিয়ে  সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। বয়সে ছোট প্রেমিকের সঙ্গে মালাইকার মাখোমাখো সম্পর্ক সকলেরই নজরে (Malaika -Arjun Relationship)। তবে বি-টাউনের অন্দরে কান পাতলে তাদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। 

29

মালাইকা ৪৮ এবং অর্জুন ৩৬। দুজনের বয়সের ফারাক বিস্তর। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ৩ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা।  এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকাল সকাল  প্রকাশ্যে প্রেম জাহির করে  সকলের নজর কাড়লেন বলিউডের হট হ্যাপেনিং জুটি  (Malaika -Arjun Relationship) । 

39

তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে। এবার ভালবাসার দিন সেলিব্রেশনে মাতলেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অর্জুন কাপুরকে জাপটে ধরে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন মালাইকা, পাশাপাশি আদুরে চুম্বনে মালাইকাকে ভরিয়ে দিলেন অর্জুন কাপুর  (Malaika -Arjun Relationship) । ভ্যালেন্টাইন্স ডে-তে নেটপাড়ায় ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।

49

নিজের সোশ্যাল মিডিয়ায় প্রেমিক অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি পোস্ট করে ক্যাপশনে মালাইকা (Malaika -Arjun Relationship) লিখেছেন, 'আমার'। অর্জুন-মালাইকার পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।  লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

59

সাদা হট প্যান্ট ও শর্ট টপ পরে দেখা গিয়েছে মালাইকাকে। অন্যদিকে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছে অর্জুন কাপুর। ভালবাসা দিবসের দিন রোম্যান্টিক পোজে অর্জুন-মালাইকার  (Malaika -Arjun Relationship)এই ছবিতেই মাত নেটদুনিয়া। বলি কাপলদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

69

ভালবাসায় মাখামাখি অর্জুন ও মালাইকার এই প্রেম দেখেই মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  প্রেমিককে প্রকাশ্যেই ভালবাসা উজাড় করে দিলেন বলিউডের মাল্লা । তাদের কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে নেটিজেনদের । কিছুদিন আগেই মলদ্বীপে একান্তে সময় কাটাতে গেছিলেন বলিউডের হট ও হ্যাপেনিং কাপল অর্জুন- মালাইকা  (Malaika -Arjun Relationship)।

79

বয়স যত বাড়ছে ততই যেন রোম্যান্টিক হচ্ছেন মালাইকা আরোরা। তার হটনেসে কুপোকাত ভক্তরা। এমনকী প্রেমিক অর্জুনও তার হটনেসে ভিড়মি খান হামেশাই। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে  (Malaika -Arjun Relationship)। 
 

89

বয়স নিয়ে হামেশাই ট্রোলের মুখে পড়েন বলিউডের এই চর্চিত কাপল। তবে সেই সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যেও সাফ জানিয়েছিলেন, এই সমস্ত ট্রোলারদের কমেন্ট মিডিয়াই খুঁজে খুঁজে বের করে। আমরা তো এই ধরনের মন্তব্যের ৯০ শতাংশের দিকে তাকাই না। ট্রোলিংকে একদমই পাত্তা দিই না কারণ ওগুলো সব ভুঁয়ো। এরাই আবার সামনে পেলে সেলফি তোলার জন্য পাগলের মতো করবে বলে জানিয়েছিলেন অর্জুন কাপুর   (Malaika -Arjun Relationshi।

99

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা (Malaika Arora)যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় মালাইকার থেকে ভাল আর কেউ জানে না। আর এই কারণেই বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা আরোরা সবসময়েই শিরোনামে রয়েছেন।

click me!

Recommended Stories